জয়সওয়ালকে এখনই জাতীয় দলে চান গাভাস্কার

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

২০ মে ২০২৩, ০৮:১১ পিএম


জয়সওয়ালকে এখনই জাতীয় দলে চান গাভাস্কার

ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেটের নতুন সেনসেশনের নাম ইয়াশভি জয়সওয়াল। ২১ বছরের এই তরুণ চলতি আইপিএলে রানের পর রান করে যাচ্ছেন। তবে সবচেয়ে আলোচনায় এসেছে তার ভয়ডরহীন ব্যাটিং এবং নান্দনিক সব শট। অনেকেই তার মাঝে ভবিষ্যতের তারকাকে দেখছেন। তবে সুনিল গাভাস্কার মনে করেন, এখনই জয়সওয়ালকে ভারতের জাতীয় দলে নেওয়ার সময় হয়ে গেছে। 

চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে এখন পর্যন্ত ১৪ ম্যাচে ৬২৫ রান করেছেন জয়সওয়াল। একটি সেঞ্চুরির পাশে আছে পাঁচটি হাফসেঞ্চুরি। স্ট্রাইকরেট ১৬৩.৬১।
গতকাল শুক্রবারও পাঞ্জাব কিংসের বিপক্ষে রাজস্থানের ৪ উইকেটের জয়ে জয়সওয়াল খেলেছেন ৩৬ বলে ৮ চারে ৫০ রানের ইনিংস। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় জয়সওয়াল আছেন দুই নম্বরে। ১৩ ম্যাচে আট ফিফটিতে ৭০২ রান নিয়ে শীর্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ওপেনার তথা অধিনায়ক ফাফ ডুপ্লেসিস।

পাঞ্জাবের বিপক্ষে রাজস্থানের ম্যাচ শুরুর আগে স্টার স্পোর্টসে জয়সওয়ালকে নিয়ে ভারতের সাবেক ব্যাটিং গ্রেট গাভাস্কার বলেন, 'আমার মনে হয়, সে প্রস্তুত এবং তাকে সুযোগ দেওয়া উচিত।'

একজন খেলোয়াড় ফর্মে থাকলে এবং তখন সুযোগ পেলে তার আত্মবিশ্বাস থাকে আকাশচুম্বী। এমনিতে খেলোয়াড়দের মনে সংশয় থাকে, 'আমি কি আন্তর্জাতিক মানের জন্য প্রস্তুত?’ যদি ফর্ম সেই সময়ে ভালো না হয়, দ্বিধা বেড়ে যায়। তাই ওই সময়ে ফর্মে থাকাটা জরুরি।'

জয়সওয়ালের টেকনিক এবং ভয়ডরহীন ব্যাটিংয়ের উচ্ছ্বসিত প্রশংসা করে গাভাস্কার আরো বলেন, ‘টি-টোয়েন্টিতে একজন ব্যাটসম্যান যদি ২০-২৫ বলে ৪০-৫০ রান করে, তার মানে সে দলের জন্য ভালো করেছে। কিন্তু সে যদি একজন ওপেনার হয়, তাকে ১৫ ওভার পর্যন্ত মাঠে চাইবে দল।'

এইচজেএস 
Link copied