কোয়াবের স্থায়ী ঠিকানা করতে চান দুর্জয়

ছবি: সংগৃহীত
এক দশক পর আজ শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) বার্ষিক সাধারণ সভা। যেখানে ফের দায়িত্ব পেয়েছেন নাইমুর রহমান দুর্জয় এবং দেবব্রত পাল।
অনুষ্ঠান শেষে গণমাধ্যমে কথা বলেছেন সভাপতি দুর্জয়। এ সময় কোয়াবের স্থায়ী ঠিকানার কথা জানান সাবেক এই অধিনায়ক। দুর্জয় বলেন, ‘আমরা কিন্তু আমাদের অফিস হিসেবে, আমাদের সূচনা লগ্নে আমাদের মিঠু ভাইয়ের ইন্টার স্পোর্টসের কাছের বাসাকে ব্যবহার করতাম। কারণ সেখানে ক্রিকেটারদের যাতায়াত ছিল। তো আমাদের যে ঠিকানা নেই, তা নয়। আবার এটা সমস্যাও হয়। পৃথিবীর সব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের অফিস আছে, তাদের পেইড সিইও আছে, তাদের একটা অফিস সেটআপ আছে। যেটা থেকে ক্রিকেটারদের আর্থিক সহায়তায় চালানো হয়।’
‘আমার মনে হয়, কোয়াব এখন যেই জায়গায় দাঁড়িয়েছে, ক্রিকেটারদের যেই সাড়া পাচ্ছি, অচিরেই কোয়াবের একটি স্থায়ী ঠিকানা হবে। বোর্ডের কাছে আমাদের আবেদন থাকবে, সেটি যদি হোম অব ক্রিকেটেই হয়, এখানের একটি রুম যদি আমরা কোয়াবের অফিস হিসেবে ব্যবহার করতে পারি, সেটাই হবে সবচেয়ে ভালো। আমাদের সঙ্গে বোর্ডের যে সম্পর্ক, রুম থাকলে আমরা পেয়ে যাব।'-যোগ করেন দুর্জয়।
কোয়াবের নির্বাচন প্রক্রিয়া নিয়ে দুর্জয় বলছিলেন, ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট (স্বার্থের সংঘাত) আগে ছিল। যখন বোর্ড কোয়াবকে স্বীকৃতি দিত না। এখন বোর্ড স্বীকৃতি দিয়েছে। আমাদের কোয়াবের প্রতিনিধি হিসেবে একজন কিন্তু নির্বাচন করতে পারে, পরিচালক হতে পারে। ক্রিকেটারদের এক্সেসটা বোর্ডে বাড়ার জন্য আমরা তিন জন সাবেক অধিনায়ক আছি। যার মধ্যে একজন ক্যাটাগরি থ্রিতে নির্বাচন করেছে। বাকি দুইজন আমরা ডিভিশন থেকে এসেছি।'
দুর্জয় আরো বলেন, ‘আমাদের মিঠু ভাই আছেন, তানভির আহমেদ টিটু, মাহবুব আনাম ভাই, জালাল ইউনুস ভাই আছেন। অনেকগুলো সাবেক ক্রিকেটার আছেন। ফলে ক্রিকেটারদের এক্সেসটা বাড়ার কারণে আমাদের কাজগুলো অনেকটা সহজ হয়ে গেছে। এখন কনফ্লিক্ট অব ইন্টারেস্টে ক্রিকেটাররাই যদি না যায়, আমরা তো যাব না। কাজেই ক্রিকেটারদের আগ্রহ বা চাহিদা আমরা বোর্ডের ভেতরে থেকে যদি সমাধান করতে পারি, আমার মনে হয় এর চেয়ে ভালো কোনো অপশন নেই।'
এসএইচ/এইচজেএস