আফিফদের হতাশ করে ক্যারিবিয়ানদের জয়

Dhaka Post Desk

ক্রীড়া প্রতিবেদক

২৬ মে ২০২৩, ০৩:৫৪ পিএম


আফিফদের হতাশ করে ক্যারিবিয়ানদের জয়

টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হারার শঙ্কা থাকলেও, দিন শেষ হওয়ায় পরাজয় এড়ায় বাংলাদেশ ‘এ’ দল। কিন্তু অনানুষ্ঠানিক সিরিজের দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল আর সেই সুযোগ দেয়নি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা স্বাগতিকদের ৩ উইকেটে হারিয়েছে। 

আজ (২৬ মে) চতুর্থ দিনের শুরুতে ব্যাট হাতে ভালো করতে না পারায় দ্রুত অলআউট হয় বাংলাদেশি ব্যাটাররা। ফলে আফিফ হোসেনদের ইনিংস থামে ২৯৭ রানেই। পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের জন্য ১৯০ রানে সহজ লক্ষ্য দাঁড়ায়। তবে এই পুঁজিতেও লড়াই জমিয়ে তুলেছিলেন স্বাগতিক বোলাররা। তবে শেষ পর্যন্ত ৭ উইকেট হারালেও, জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারী ডি সিলভার দল।

dhakapostএর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের রান টপকে ক্যারিবিয়ানরা ৭১ রানের লিড নেয়। পরে তাদের রান টপকে লিড নিয়ে তৃতীয় দিন শেষ করলেও, সুবিধাজনক অবস্থানে ছিল না আফিফের দল। আগেরদিন মাঠ ছাড়ার আগে বাংলাদেশের লিড ছিল ১৬৬ রানের। তবে  ৬ উইকেট হারিয়ে টার্গেট বেশি বড় না হওয়ার শঙ্কা ছিল। যদিও তখনও ৬৪ রানে ইরফান শুক্কুর অপরাজিত ছিলেন। তবে ম্যাচের চতুর্থ ও শেষদিনে সংগ্রহ তেমন বাড়াতে পারেননি স্বাগতিকরা। আগের দিনের পুঁজির সঙ্গে তারা মাত্র ২৪ রান যোগ করতে পারে। ব্যক্তিগত ৭২ রানে থামেন শুক্কুর। এছাড়া শুরুতে ম্যাচের হাল ধরা সাদমান ইসলাম ৭৪ এবং শাহাদাত হোসেন দিপু ৫০ রান করেন।

আরও পড়ুন >> ‘এ’ দল থেকেও বাদ পড়লেন নাঈম-আফিফরা

বাংলাদেশের দেওয়া মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ক্যারিবিয়ানদেরও। টাইগার বোলারদের নৈপুণ্যে এই রানও পাহাড়সম মনে হয় সফরকারী ব্যাটারদের সামনে। দলীয় ৭০ রান পার না হতেই তারা ৫ টপঅর্ডার ব্যাটারকে হারিয়ে বসে। যদিও পরবর্তীতে দলের হাল ধরেন অধিনায়ক জশুয়া ডি সিলভা এবং মারকুটে ব্যাটার ব্র্যান্ডন কিং। 

dhakapostমিডল অর্ডার এই দুই ব্যাটার মিলে ৭৬ রানের জুটি গড়েন। ফলে হারের শঙ্কায় থাকা উইন্ডিজদের এই জুটিই জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়। এরপর ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করা কিংয়ের উইকেট তুলে নেন বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলাম। একই ওভারে জাতীয় দলের হয়ে খেলা এই স্পিনার তুলে নেন আরও এক উইকেট। ৭ উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে চা বিরতিতে যায় ক্যারিবিয়ানরা।

তবে চা পানের বিরতি শেষে জশুয়া ডি সিলভা এবং আকিম কেলভিনের ব্যাটে ভর করে ৩ উইকেটের জয়ে নিয়ে সফরকারী মাঠ ছাড়ে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন স্পিনার তানভীর ইসলাম। এছাড়া সাইফ হাসান নিয়েছেন ২ উইকেট। ফলে ৩ ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে ১-০ তে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ দল। তৃতীয় টেস্টের জন্য অধিনায়ক আফিফসহ সাতজনকে বাদ দিয়ে নতুন স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। যেখানে জাতীয় দলের সাবেক অধিনায়ক মুমিনুল হক, নুরুল হাসান সোহান ও ইয়াসির রাব্বিদের নেওয়া হয়েছে। 

এসএইচ/এএইচএস

Link copied