নিজেকেও ‘৭’ নম্বর পজিশনে দেখছেন মিরাজ

Sakib Shawon

২৭ মে ২০২৩, ০৮:৫৫ এএম


নিজেকেও ‘৭’ নম্বর পজিশনে দেখছেন মিরাজ

ঘরে-বাইরে সিরিজ খেলে ছুুটিতে আছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তারপরই শুরু হবে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ। তবে টাইগার ক্রিকেটারদের পুরোপুরি মনোনিবেশ এখন আসন্ন ওয়ানডে বিশ্বকাপে। আইসিসির এই মেগা টুর্নামেন্টে সর্বোচ্চ সাফল্য পেতে দল গোছাতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও সম্প্রতি বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন দলে আর কোনো পরীক্ষার জায়গা দেখেন না বলে মন্তব্য করেছেন। তবে মাস দেড়েক ধরেই আলোচনার বিষয় দলের ‘৭’ নম্বর পজিশন।

টাইগারদের দলীয় কম্বিনেশন ও প্রতিপক্ষ দেখে ৭ নম্বরে খেলানোর ব্যাখ্যা দেওয়া হলেও, সেই জায়গায় কাউকে এখনও নির্ধারণ করা হয়নি। তবে বিশেষ ওই পজিশনের জন্য বারবারই আলোচনায় আসছে দলের বাইরে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেনের নাম। তালিকায় আছেন মোসাদ্দেক হোসেন এবং ইয়াসির রাব্বিও। তবে সেই আলোচনায় না থাকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও নিজেকে ওই পজিশনে দেখার কথা জানিয়েছেন।

আফগানিস্তানের বিপক্ষের টেস্টে একজন অতিরিক্ত বোলার খেলাতে হবে বলে মনে করেন মিরাজ, ‘সাকিব ভাই থাকলে তো অবশ্যই ভালো হতো। কিন্তু যেহেতু তিনি ইনজুরিতে আছেন, তাই অতিরিক্ত একটা বোলার নিয়েই খেলতে হবে। উনি থাকলে তখন ব্যাটার বা বোলার নিয়ে এই ভাবনাটা থাকে না।’

ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে তরুণ এই অলরাউন্ডার বলেন, ‘আমার কাছে মনে হয় যে টিম ম্যানেজমেন্ট যেটা বেস্ট হয়, তেমন সিদ্ধান্তই নেবেন। তারা যদি মনে করে যে আমি ভালো খেলছি, আমাকে ‘৭’ নম্বরে ভালো হবে মনে করলে আমাকেও রাখতে পারেন। তবে সবকিছু ডিপেন্ড করছে টিম ম্যানেজমেন্টের ওপর।’

এদিকে, ছুটি শেষ করেই টাইগার ক্রিকেটারদের অনেকেই যোগ দিয়েছেন অনুশীলনে। লক্ষ্য আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ জয়। একমাত্র টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে এই সিরিজ। এর আগে ২০১৯ সালে একবার রশিদ খানদের বিপক্ষে টাইগাররা সাদা পোশাকে হেরেছিল। তবে সেই হারকে মিরাজ দেখছেন দুর্ঘটনা হিসেবে, ‘ওটা আসলে একটা এক্সিডেন্ট ছিল, এখন তো আমরা পরিপূর্ণ দল। এবার আমরা অভিজ্ঞ দল আছি, আলহামদুলিল্লাহ। এখন সব ঠিকঠাক আছে।’

dhakapostআসন্ন টেস্ট ম্যাচে চোটের কারণে মাঠের বাইরে থাকবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাই দলে একজন বোলার অতিরিক্ত খেলাতে হবে বলে মনে করেন মিরাজ, ‘সাকিব ভাই থাকলে তো অবশ্যই ভালো হতো। কিন্তু যেহেতু তিনি ইনজুরিতে আছেন, তাই অতিরিক্ত একটা বোলার নিয়েই খেলতে হবে। উনি থাকলে তখন ব্যাটার বা বোলার নিয়ে এই ভাবনাটা থাকে না।’

আফগান স্কোয়াডে থাকবেন রশিদ খান, মুজিব উর রহমানদের মতো তারকা স্পিনাররা। সেক্ষেত্রে মিরপুরের পিচে তাদের মতো বিশ্বমানের স্পিনারদের সামলানো কষ্ট হবে কিনা টাইগার ব্যাটারদের জন্য- এমন প্রশ্নে মিরাজ বলছিলেন, ‘এটা আসলে উইকেট কেমন হবে, তার ওপর ডিপেন্ড করে। মিরপুরের উইকেটে বোলাররা কিছুটা সুবিধা পাবেই। হয়তো সেটা হতে পারে দ্বিতীয় দিন থেকেও...ডিপেন্ড অন উইকেট।’

আসন্ন এই টেস্টে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হলে কি করবেন, এমন প্রশ্নে মিরাজ বলছেন, ‘এখনও এই বিষয়ে আমি জানি না, প্রস্তাব আসুক দেখি। সেরকম কোনো সিদ্ধান্ত আসলে চিন্তা-ভাবনা করব। এটার জন্য সময় আছে, আপাতত এ নিয়ে চিন্তা করছি না।’

সাকিব আল হাসানের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্বে দেখা যেতে পারে লিটন দাসকে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কথায়ও এমনই ইঙ্গিত মিলেছে। তবে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সেক্ষেত্রে আসন্ন এই টেস্টে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হলে কি করবেন, এমন প্রশ্নে মিরাজ বলছেন, ‘এখনও এই বিষয়ে আমি জানি না, প্রস্তাব আসুক দেখি। সেরকম কোনো সিদ্ধান্ত আসলে চিন্তা-ভাবনা করব। এটার জন্য সময় আছে, আপাতত এ নিয়ে চিন্তা করছি না।’

এসএইচ/এএইচএস

Link copied