আফগানিস্তান সিরিজের আগেই দেশে ফিরলেন সাকিব

Dhaka Post Desk

ক্রীড়া প্রতিবেদক

০৬ জুন ২০২৩, ০৩:৫৩ পিএম


আফগানিস্তান সিরিজের আগেই দেশে ফিরলেন সাকিব

ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করে সাকিব পাড়ি জমিয়েছিলেন আমেরিকাতে। সেখান স্ত্রী-সন্তানদের সঙ্গে সময় কাটিয়ে গতকাল সোমবার দেশে ফিরেছেন এই অলরাউন্ডার।

দেশে ফিরে আজ দুপুরে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে হাজির হন সাকিব। এ সময় ইনডোরে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে সাকিবকে মিনিট তিনেকের আলাপ করতে দেখা যায়।

এর আগে আজ মঙ্গলবার সাকিব পত্নী উম্মে আহমেদ শিশির তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে কয়েকটি ছবি প্রকাশ করেন। সেখানে দেখা গেছে আমেরিকাতে সাকিব বেশ ব্যস্ত সময় পার করছেন তার ছেলে-মেয়েদের সঙ্গে। 

এদিকে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ মাঠে গড়াবে আগামী ১৪ জুন। আর রশিদ খানের দল বাংলাদেশে পা রাখবে ১০ জুন। যদিও আসন্ন এই সিরিজে খেলবেন না অধিনায়ক সাকিব আল হাসান। আঙুলের ইনজুরিতে পড়ে এই সিরিজের আগেই ৪ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন এই অলরাউন্ডার।

এসএইচ/এইচজেএস 

Link copied