যেভাবে ব্যাটারদের ফাঁদে ফেলেছেন এবাদত

Dhaka Post Desk

ক্রীড়া প্রতিবেদক

১৫ জুন ২০২৩, ১০:০০ পিএম


যেভাবে ব্যাটারদের ফাঁদে ফেলেছেন এবাদত

বাংলাদেশের হয়ে সাদা পোশাকে কয়েক বছর ধরেই দারুণ পারফর্ম করে চলেছেন পেসার এবাদত হোসেন। অন্যান্য ফরম্যাটের চেয়ে টেস্টেই তিনি বেশি ধারাবাহিক। আফগানিস্তানের বিপক্ষে চলমান ঢাকা টেস্টেও তিনি সেরকম পারফরম্যান্স দেখিয়েছেন। প্রথম ইনিংসে তার চার শিকারেই মূলত ধসে পড়ে সফরকারীদের ব্যাটিং লাইনআপ। এরপর ব্যাটারদের ফাঁদে ফেলার কৌশলও জানিয়েছেন তিনি।

ম্যাচ শেষে এমন পারফরম্যান্সের পেছনের রহস্য জানিয়েছেন এই টাইগার পেসার, ‘আমি যে উইকেটগুলো পেয়েছি সেগুলো কিন্তু টানা বাউন্সার করার ফল নয়। ব্যাটারদের সামনে একটানা বল ফেলার মাধ্যমে আগে তাদের দ্বিধায় ফেলেছি। পরে সারপ্রাইজ বাউন্স দিয়েই উইকেট। মূলত যে জিনিসটা করছি তা হলো- ইনসুইং, আউটসুইং ও বাউন্সার আগে ওভারে ২-৩টা করতাম। ব্যাটারকে আস্তে আস্তে উইকেটে সেট করে তারপর সারপ্রাইজ বাউন্স। ’

বাংলাদেশ দলে পেস বোলিং উইকেট নিয়ে অন্যদের মতো খুশি এবাদতও, ‘আমার দেখা বাংলাদেশে প্রথম এই রকম উইকেট পেয়েছি। সবচেয়ে বড় কথা যে টেস্টে তিনজন ফাস্ট বোলার এবং এরকম উইকেটে খেলা আমাদের জন্য বড় একটা সৌভাগ্য। সেজন্য আমরা চেষ্টা করছি যে ওদেরকে যত কম রানে আউট করা যায়। আসলে প্ল্যানটা এক্সিকিউট করতে পারছি। এটাই সবচেয়ে বড় জিনিস।’

মিরপুরের উইকেটে বেশ বাউন্স পেয়েছেন পেসাররা, সেটাই কাজে লাগানোর কথা জানিয়েছেন এই টাইগার পেসার, ‘বাউন্স তো আমরা প্ল্যান থেকে সবসময় দিতে পারব না। উইকেটও সেরকম হতে হয়। যেহেতু উইকেটে বাউন্স আছে-পেস আছে, সো আমরা ওইটাতে জাস্ট একটু রিফলেক্ট করার চেষ্টা করেছি। আমরা বাউন্স ও পেসের সুবিধাটা আমরা ব্যবহার করার চেষ্টা করেছি। আর তাতেই ওরা স্ট্রাগল করতে হয়েছে।’

এসএইচ/এএইচএস

Link copied