রান আউটে ফিরলেন জাকির

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

১৬ জুন ২০২৩, ১১:০৫ এএম


রান আউটে ফিরলেন জাকির

ছবি: সংগৃহীত

আগের দিন যেখানে শেষ করেছিলেন আজ সকালে ঠিক যেন সেখান থেকেই শুরু করলেন জাকির-শান্ত। তাদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাত্তায়ই পাচ্ছিলেন না আফিগান বোলাররা। সবালীল খেলতে থাকা দুই ব্যাটার বিপদ ডেকে আনলেন রান নিতে গিয়ে দুটানায় পড়ে। ৭১ রান করে জাকির সাজঘরে ফেরায় দিনের প্রথম সাফল্য পেল আফগানিস্তান। অন্যদিকে শান্ত অপরাজিত রয়েছেন ৯৩ রানে। বাংলাদেশের লিড গিয়ে দাঁড়িয়েছে ৪৩২ রানে।

ঢাকা টেস্টে এখন পরিষ্কার ফেভারিট বাংলাদেশ। প্রায় তিন দিন আর ৮ উইকেট হাতে নিয়ে ইতোমধ্যেই চারশো পেরোনো লিড, বলা যায় ভালোভাবেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে লিটনের দল। টেস্টে মাত্র চারবার চারশোর বেশি লক্ষ্য তাড়া করে জয়ের ইতিহাস আছে।

বাংলাদেশের প্রধান কোচ মূলত পরখ করতে চান, এমন ফ্ল্যাট উইকেটে ব্যাটারদেরে অ্যাপ্রোচ কি হয়। হাথুরুসিংহে বলেন, ‘আমাদের মতামত হলো, আমরা সারাদিন ব্যাটিং করতে যাচ্ছি। আমরা দেখতে চাই এমন কন্ডিশনে আমরা কিভাবে এগোতে পারি, কারণ এটা একমাত্র টেস্ট।’

এইচজেএস 

Link copied