৫ উইকেট না পেলেও সন্তুষ্ট তাসকিন

আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে ইনজুরির কারণে টাইগার দলে ছিলেন না তাসকিন আহমেদ। তবে ফিট হয়ে আফগানিস্তানের বিপক্ষে শেষ হওয়া টেস্ট ম্যাচ দিয়ে তিনি আবারও দলে ফিরেছেন। দলে ফিরেই বল হাতে এই তারকা পেসার করেছেন বাজিমাত। আফগানদের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে তাসকিন একাই ৪ উইকেট শিকার করেছেন। তবুও আক্ষেপ নেই ২৮ বছর বয়সী এই পেসারের।
আজ চতুর্থ দিনের শেষদিকে সাদা পোশাকের ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট পাওয়ার সুযোগ আসে তাসকিনের। তবে এতেও নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন তিনি, ‘মোটেও মন খারাপ নয়। প্রথম ইনিংসে আমি স্ট্রাগল করেছিলাম, যেহেতু ইনজুরি থেকে ফিরেছিলাম। আল্লাহর রহমতে দ্বিতীয় ইনিংসে আমার রিদম আগের চেয়ে ভালো। আলহামদুলিল্লাহ এটাই অনেক কিছু।’
সাধারণত মিরপুরের উইকেট স্পিনবান্ধব হয়, তবে এবারের উইকেট ছিল পেসবান্ধব। এমন কন্ডিশনে খেলতে পেরে আনন্দিত তাসকিন, ‘আল্লাহর রহমতে স্পোর্টিং কন্ডিশন ছিল, ব্যাটিং-বোলিং দুটাতেই হেল্প ছিল। ভালো লাগছে যে একটা ভালো মার্জিনের জয় হয়েছে। দুই বিভাগে দারুণ ক্রিকেট খেলে বড় একটি জয় পেয়েছি আমরা। এ জয়ে দলের সঙ্গে থাকতে পেরে খুব ভালো লাগছে।’
দলের তিন পেসার নিয়ে তাসকিনের ভাষ্য, ‘আমাদের ফাস্ট বোলাররা আগের চেয়ে ভালো অবস্থানে আছে এবং উন্নতি করছে। তাদের দেখেই মূলত এরকম উইকেট তৈরির সাহস পেয়েছে। এক্সিকিউশনও করেছি দারুণভাবে। সামনে চাইব এরকম আরও স্পোর্টিং কন্ডিশন হোক, তাহলে আমাদের জন্য ভালো হবে ব্যাটিং-বোলিং দুই বিভাগে।’
এসএইচ/এএইচএস