আফগানিস্তানের বিপক্ষে কঠিন সময় আসছে : পাপন

Dhaka Post Desk

ক্রীড়া প্রতিবেদক

১৮ জুন ২০২৩, ০৭:৫৮ এএম


আফগানিস্তানের বিপক্ষে কঠিন সময় আসছে : পাপন

সাদা পোশাকের প্রথম দেখায় আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এবার সেরকম শঙ্কা না থাকলেও টাইগাররা এত দাপুটে জয় পাবে, তা নিশ্চয়ই কেউ ভাবতে পারেনি। রেকর্ড ৫৪৬ রানে স্বাগতিকরা আফগানদের একপ্রকার উড়িয়ে জিতেছে বলা চলে। তবে এমন দাপুটে রূপ নাও দেখা যেতে পারে নিকট ভবিষ্যতে। আফগানদের বিপক্ষে আগামী জুলাইয়ের শুরুতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবেন তামিম-সাকিবরা। সেই সিরিজের জন্য আগাম সতর্কবার্তা দিয়েছেন নাজমুল হাসান পাপন।

শনিবার (১৭) একমাত্র টেস্ট ম্যাচটি শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি। এই সময় আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজটা কঠিন হবে উল্লেখ করে পাপন বলেন, ‘কঠিন সময় আসছে। কঠিন সময় বলতে আফগানিস্তানের বিপক্ষে সামনে যে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ, সেখানে ওদের সেরা বোলাররা খেলবে। আমাদের আশা ওখানেও যেন একইভাবে জিততে পারি। এরপর এশিয়া কাপ, নিউজিল্যান্ড সিরিজ এবং সর্বশেষ বিশ্বকাপ। সামনে সব কঠিন খেলা।’ 

বাংলাদেশ হারলে আগে পাপনের মন খারাপ থাকতো। এখন অবশ্য দৃশ্যপট বদলেছে, ‘এসব কঠিন খেলায় যদি ভালো খেলি, জয়-পরাজয় কোনো ব্যাপার না। আগে হারলে আমার খুব মন খারাপ হতো। এখন একটু পরিবর্তন হয়েছে। দেখি ভালো খেলছে কিনা, হারতেই তো পারি। বড় কথা হচ্ছে ভালো খেলা। এখন যে মানসিকতায় খেলছে, এটা ভালো লাগছে। তিন সংস্করণে যদি ধরে রাখতে পারি, তবেই খুশি।’ 

অনেক খেলোয়াড় বা বোর্ড থাকবে তবে পাপন নিজে থাকবেন না দাবি করে বলেন, ‘ক্রিকেট বোর্ড সব সময়ই থাকবে। ক্রিকেটের সঙ্গেও সারাজীবন থাকবে। অনেক খেলোয়াড় থাকবে যারা অনেকদিন খেলবে।ক্ন্তিু আমি তো স্থায়ী নই। সবাই মিলে চেষ্টা ও পরিকল্পনা করছি। পরিকল্পনা ভুল হতে পারে, সঠিকও হতে পারে।’

আগামী ৫, ৮ ও ১১ জুলাই অনুষ্ঠিত হবে আফগানদের বিপক্ষে টাইগারদের ওয়ানডে সিরিজ। এরপর হবে টি-টোয়েন্টি। ইতোমধ্যে ওয়ানডে সিরিজের জন্য বিসিবি দল ঘোষণা করেছে। যেখানে দুই বছর পর ফরম্যাটটিতে ফিরেছেন নাঈম শেখ। দুয়েক সিরিজ আগে বাদ পড়া আফিফ হোসেনকেও এই দলে রাখা হয়েছে। তবে বাদ পড়েছেন আগের সিরিজে থাকা ইয়াসির রাব্বি, রনি তালুকদার এবং মৃত্যুঞ্জয় চৌধুরী।

এসএইচ/এএইচএস

Link copied