পেসবান্ধব উইকেটে টেস্ট জয় হাথুরুর জন্য বিশেষ

Dhaka Post Desk

ক্রীড়া প্রতিবেদক

১৮ জুন ২০২৩, ০৭:১০ পিএম


পেসবান্ধব উইকেটে টেস্ট জয় হাথুরুর জন্য বিশেষ

ছবি: সংগৃহীত

মিরপুরের উইকেটের চরিত্র বোঝা বরাবরই বেশ কষ্টসাধ্য কাজ। তবে বেশিরভাগ সময়ই এই রহস্যের জাল ভেদ করে বাড়তি সুবিধা পেয়েছেন স্পিনাররা। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্টের চিত্রটা একেবারেই বিপরীত। মিরপুরের হালকা ঘাসের উইকেটে রাজত্ব করেছেন পেসাররা। আর তাতে ঢাকা টেস্টে পাত্তাই পেল না সফরকারীরা। যে কারণে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের কাছে এই জয়টা বিশেষ কিছু।

টেস্ট ম্যাচ জয়ের একদিন পর আজ রোববার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন হাথুরু। এ সময় টেস্ট জয় নিয়ে প্রধান কোচ বলেন, ‘আমি জানি না, আপনারা দেখেছেন কি না, আমি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছি, এটা শুধু একটা টেস্ট জয় নয়, তার চেয়েও বিশেষ কিছু। আমি বোঝাতে চেয়েছি, আমরা যেভাবে এই ম্যাচের জন্য প্রস্তুত হয়েছি, সেটা এর আগে কখনো হয়নি। আমরা পেস বান্ধব ও সবুজ উইকেট তৈরি করেছি। এ ধরনের উইকেটে খেলে জেতা বিরাট ব্যাপার।’

ঢাকা টেস্টের দুই ইনিংসেই ব্যাট হাতে রান ফোয়ারা ছুটিয়েছেন নাজমুল হোসেন শান্ত। তার এমন পারফরম্যান্স নিয়ে হাথুরু বললেন, ‘শান্তকে কৃতিত্ব দিতে হবে দুই ইনিংসে তার ব্যাটিংয়ের জন্য। বিশেষ করে প্রথম দিনের প্রথম দুই ঘণ্টা সে আর জয় যেভাবে খেলেছে, সেটা ড্রেসিংরুমের সবার স্নায়ু ঠান্ডা করেছে।’

ঢাকা টেস্টে তরুণদের পারফরম্যান্সে মুগ্ধ হাথুরুসিংহে। একইসঙ্গে পরবর্তী সিরিজেও ভালো করবে টাইগাররা, ‘নতুন নায়ক বেরিয়ে এসেছে এই টেস্ট ম্যাচ থেকে। বোলিংয়ের দিক থেকে তারা সেরা দলগুলোর একটি। তাদের বোলিংটা একটা বড় হুমকি। পরিকল্পনা সাজানোর সময় আমরা এটি অবশ্যই মাথায় রাখব। তবে আমার মনে হয়, আমাদের ব্যাটসম্যানরা কিছুটা এগিয়ে থাকবে।’

এসএইচ/এইচজেএস 

Link copied