পবিত্র হজ পালনে সৌদিতে বাবর-রিজওয়ান

পাকিস্তানের হয়ে বাইশগজে বেশ পরিচিত জুটি বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। ক্রিকেটের বাইরে এবার এই জুটি নিজেদের পরিবারের সদস্যদের নিয়ে পবিত্র হজ পালন করতে সৌদি আরব গেলেন। মদীনায় মসজিদে নববীর সামনে বাবর-রিজওয়ানের ছবি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।
পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে, পাকিস্তান অধিনায়ক বাবর আজমের সঙ্গে তার মা রয়েছেন। এছাড়া মা ও স্ত্রীকে নিয়ে গেছেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।
কদিন আগে এই জুটি একসঙ্গে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের হার্ভার্ড বিজনেস স্কুলে একটি শিক্ষা প্রোগ্রামে অংশ নিয়েছিলেন। প্রথম আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে বিজনেস অব ইন্টারটেইনমেন্ট, মিডিয়া অ্যান্ড স্পোর্টস (বিইএমএস) বিভাগে ভর্তি হন তারা।
— RizBaristan (@rizbaristann) June 18, 2023
শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে লাহোরে ক্যাম্প করছে পাকিস্তান দল। তবে ধর্মীয় দিক বিবেচনায় বাবর-রিজওয়ানকে পবিত্র হজ পালনে ছুটি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ধারণা করা হচ্ছে, জুলাইয়ের শুরুতে দলের সঙ্গে যোগ দেবেন তারা।
এর আগেও গত রমজানে পাকিস্তানের একঝাঁক ক্রিকেটার পবিত্র ওমরাহ পালন করে এসেছেন। পাকিস্তানের ধর্ম মন্ত্রণালয় জানায়, এ বছর পাকিস্তান থেকে এক লাখ ৭৯ হাজার ২১০ মানুষ হজে যাচ্ছেন।
এফআই