স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন দিনাজপুর একাডেমি উচ্চ বিদ্যালয়

Dhaka Post Desk

ক্রীড়া প্রতিবেদক

১৯ জুন ২০২৩, ০৮:১৩ পিএম


স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন দিনাজপুর একাডেমি উচ্চ বিদ্যালয়

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে দিনাজপুর একাডেমি উচ্চ বিদ্যালয়। আজ (সোমবার) বৃষ্টি ভেজা ফাইনাল ম্যাচে চাঁদপুর গনি আদর্শ উচ্চ বিদ্যালয়কে ৩ উইকেটে হারিয়েছে দিনাজপুর উচ্চ বিদ্যালয়।  

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দিনাজপুর। প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে চাঁদপুর গণি আদর্শ উচ্চ বিদ্যালয়। জবাবে খেলতে নেমে দিনাজপুরের ইনিংসের ২০ ওভারের সময় শুরু হয় বৃষ্টি। সে সময় দিনাজপুরের স্কোর ছিল ৩ উইকেটে ১০২ রান।

এরপর বৃষ্টি থামলে তাদের সামনে নতুন লক্ষ্য দাঁড়ায় ৪০ ওভারে ১৫৮ রান। সেই রান তাড়া করতে গিয়ে ৩০.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে বিজয়ের লক্ষ্যে পৌঁছে যায় দিনাজপুর একাডেমি স্কুল। দলকে জেতাতে বড় অবদান রাখেন অলরাউন্ডার আইনুল ইসলাম। বল হাতে একাই ৪ উইকেট নিয়েছেন এই পেসার। পরবর্তীতে হয়েছেন ম্যান অব দ্যা ফাইনালও। ব্যাটিংয়ে সর্বোচ্চ ৪৮ রান করে দিনাজপুরের ওপেনার আবদুর রউফ।

dhakapost
রানার্স-আপ হয়েছে চাঁদপুর গনি আদর্শ উচ্চ বিদ্যালয়। ছবি বিসিবির

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল রহমান। উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের প্রধান বিপণন ও যোগাযোগ কর্মকর্তা সৈয়দ রায়হান তারিক। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক খালেদ মাহমুদ ও তানভীর আহমেদ টিটু।  

এক নজরে জাতীয় স্কুল ক্রিকেট
চ্যাম্পিয়ন: দিনাজপুর একাডেমি স্কুল
রানার্স আপ: চাঁদপুর গনি আদর্শ উচ্চ বিদ্যালয়
ম্যান অব দ্য ফাইনাল: আইনুল ইসলাম (দিনাজপুর)
ম্যান অব দ্যা টুর্নামেন্ট: সালমান জাহান নিয়াজি (চাঁদপুর)
সর্বোচ্চ রান: সালমান জাহান নিয়াজি (৩৬০ রান)
সর্বোচ্চ উইকেট : সোহেল রানা জীবন (৯ ম্যাচে ২৭ উইকেট, নেত্রকোণা মধুমাছি কচিকাচা বিদ্যা নিকেতন)

এসএইচ/এফআই

Link copied