ডাক্তারের শরণাপন্ন ডোনাল্ড

Dhaka Post Desk

ক্রীড়া প্রতিবেদক

২৩ জুন ২০২৩, ১১:৩৯ এএম


ডাক্তারের শরণাপন্ন ডোনাল্ড

ছবি: সংগৃহীত

সপ্তাহ খানেক আগেই ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে অ্যালান ডোনাল্ড জানিয়েছিলেন, তার হাতের সমস্যার অনেকটাই উন্নতি হয়েছে। তবে দিন কয়েক পরই মিলেছে দুঃসংবাদ। তার হাতের ব্যাথার আবারও অবনতি হয়েছে।

মূলত শরীরে ইউরিক এসিডের মাত্রা বেড়ে যাওয়ায় ডান হাতের ব্যথায় ভুগছেন ডোনাল্ড। যার ফলে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু আগে হুট করেই ব্যক্তিগত চিকিৎসকের শরণাপন্ন হতে দক্ষিণ আফ্রিকায় যান। সেখানে চিকিৎসা নেওয়ার পর অনেকটাই স্বাভাবিক ছিলেন বাংলাদেশের পেস বোলিং কোচ। 

তবে আসন্ন সাদা বলের সিরিজকে সামনে রেখে অনুশীলন ক্যাম্প চলাকালে আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি। তাই চলমান এই ক্যাম্পে গতকাল দেখা যায়নি তাকে। তবে পেসারদের সঙ্গে দেখা গেছে ঘরোয়া ক্রিকেটের কোচ তালহা জুবায়েরকে। তাছাড়া এই প্রোটিয়ার অনুপস্থিতিতে পেসারদের দেখাশোনা করছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও।

জানা গেছে, সিরিজ শুরুর আগেই বাংলাদেশে এসে পৌঁছেবেন ডোনান্ড। সব ঠিক থাকলে চলতি মাসের ৩০ তারিখ ঢাকায় এসে পৌঁছেবেন তিনি। ফলে আফগানিস্তান সিরিজের আগেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

এসএইচ/এইচজেএস 

Link copied