স্কোয়াডে নেই, তবুও অনুশীলনে রাব্বি

ফাইল ছবি
আফগানিস্তান বিপক্ষে টেস্ট সিরিজ শেষে বাংলাদেশের সামনে এখন সাদা বলের সিরিজ। আর আফগানদের বিপক্ষে আসন্ন এই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে মিরপুরে চলেছে টাইগারদের তিন দিনের অনুশীলন ক্যাম্প।
জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররাও রয়েছেন চলমান এই ক্যাস্পে। সৌম্য সরকার ছাড়াও এই ক্যাম্পে অনুশীলন করছেন পেসার কামরুল ইসলাম রাব্বি। মূলত টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের চাওয়াতেই ক্যা,পে যোগ দিয়েছেন এই দুই ক্রিকেটারকে।
সামনে আইসিসির টুর্নামেন্ট থাকায় অনেক ক্রিকেটারকেই বাজিয়ে দেখতে চাইছেন প্রধান কোচ। তবে কি সৌম্যর মতো রাব্বিও রয়েছেন হাথুরুর পরিকল্পনায়?
আপাতত ঘরোয়া ক্রিকেটে কোনো খেলা না থাকায় নিজ উদ্যোগেই বোলিং অনুশীলন করছিলেন রাব্বি। যে কারণে গতকাল বৃহস্পতিবার জিম সেশনে আসলে হাথুরু তাকে নেটে বোলিং অনুশীলন করতে বলেন। এমনকি শনিবার সকালেও রাব্বিকে অনুশীলনে আসতে বলেছেন হাথুরু।