ঈদের ছুটিতে যাচ্ছেন তামিম-লিটনরা

Dhaka Post Desk

ক্রীড়া প্রতিবেদক

২৪ জুন ২০২৩, ০৫:২৩ পিএম


ঈদের ছুটিতে যাচ্ছেন তামিম-লিটনরা

ছবি: সংগৃহীত

আগামী বৃহস্পতিবার (২৯ জুন) পবিত্র ঈদুল আযহা পালিত হবে সারা দেশব্যাপী। আর ঈদকে সামনে রেখে আজ শনিবার থেকে ছুটিতে যাচ্ছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। যে কারণে আজ শনিবারই ঈদের আগে শেষ দিনের মতো অনুশীলন করেছেন ক্রিকেটাররা। 
অবশ্য শেষ দিনের অনুশীলনে ছিলেন না কয়েকজন ক্রিকেটার। আগে থেকেই গিয়েছিলেন ছুটিতে। নাজমুল হোসেন শান্ত, এবাদত হোসেনরা গিয়েছেন নিজ এলাকায় ঈদ পালন করতে। তবে ঈদের ছুটিও অবশ্য খুব একটা দীর্ঘ পাচ্ছেন না ক্রিকেটাররা। কেননা দরজায় কড়া নাড়ছে আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজ।
আগামী ১ জুলাই থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হবে অনুশীলন ক্যাম্প। যে কারণে ঈদের ছুটি কাটিয়ে ক্রিকেটাররা সরাসরি দিবেন চট্টগ্রামে। সেখানে ওয়ারডে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ৫ জুলাই।
আফগানিস্তান সিরিজ শেষ করে অবশ্য কিছুদিন ক্রিকেটাররা থাকবেন বিশ্রামে। তবে আগস্ট মাস থেকে ঘরের মাটিতে শুরু হবে বিশ্বকাপকে সামনে রেখে অনুশীলন ক্যাম্প। এরপর সেপ্টেম্বরে মাঠে গড়াবে এশিয়া কাপ।
এসএইচ/এইচজেএস
Link copied