লর্ডস টেস্ট থেকে ছিটকে গেলেন লায়ন

ছবি: সংগৃহীত
আগেই আশঙ্কা ছিলো, অ্যাশেজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যেতে পারেন অস্ট্রেলিয়ার স্পিন আক্রমণের সেরা অস্ত্র নাথান লায়ন। কার্যত তাই এবার সত্যি হলো। লর্ডসে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ৩৭তম ওভারে ফিল্ডিংয়ের সময়ে পায়ে চোট পান লায়ন। এরপরে খেলার বাকি সময়ে মাঠে নামতে পারেননি। আজ ক্রাচে ভর করে মাঠে আসেন লায়ন। কিন্তু মাঠে নামার কপাল খুলেনি তার।
লায়নের চোটে ব্যাকফুটে চলে গেলো প্যাট কামিন্সের দল। এজবাস্টনে অ্যাশেজের প্রথম টেস্ট একাই ৮ উইকেট দখল নিয়েছিলেন লায়ন। শুধু উইকেট শিকারে নয়, সিরিজের প্রথম টেস্বট জয়ে ব্যাট হাতেও ভূমিকা রাখেন তিনি। জয়ের জন্য শেষ দিকে কামিন্সের সঙ্গে অবিচ্ছিন্ন ৫৫ রানের জুটিত গড়ে দলের জয় নিশ্চিত করেছিলেন লায়ন।
এবার অভিজ্ঞ স্পিনারকে ছাড়াই বেন স্টোকসদের বিপক্ষে লড়তে হবে অজি শিবিরকে। লর্ডস টেস্ট থেকে গুরুত্বপূর্ণ ক্রিকেটারের ছিটকে পড়ার খবরটি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ইতিহাসের প্রথম বোলার হিসেবে টানা একশো টেস্ট খেলার নজির গড়েছিলেন নাথান লায়ন। লর্ডস টেস্টে মাঠে নামার মধ্য দিয়ে গৌরবজনক মুহুর্তটা বেশিক্ষণ সুখকর হলো না তার।
এক বিবৃতিতে সিএ জানিয়েছে, 'লায়নের পুনর্বাসনে সময় লাগবে, সিরিজের বাকি অংশের তাকে পাওয়া যাবে কি না সে সিদ্ধান্ত নেয়া হবে লর্ডস টেস্ট শেষ হলে।'
আপাতত কেবল লর্ডস টেস্ট খেলা না হলেও লম্বা সময়ের জন্য দলের বাইরে থাকতে পারেন লায়ন। তার অনুপস্থিতিতে অ্যাশেজে অভিষেক হতে পারে ২২ বছর বয়সী টড মারফির। এ বছর ফেব্রুয়ারিতে ভারত সফরে অভিষেক হওয়ার পর এখন পর্যন্ত চারটি টেস্ট খেলে ১৪ উইকেট মারফির। যার মধ্যে ৪ বারই আউট করেছেন বিরাট কোহলিকে।
আগামী বৃহস্পতিবার হেডিংলিতে শুরু হবে অ্যাশেজের তৃতীয় টেস্ট।
এইচজেএস