আফগান সিরিজ চ্যালেঞ্জিং হবে : তাসকিন

Dhaka Post Desk

ক্রীড়া প্রতিবেদক

০১ জুলাই ২০২৩, ০৭:২০ পিএম


আফগান সিরিজ চ্যালেঞ্জিং হবে : তাসকিন

ঈদের ছুটি কাটিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা আজ (১ জুলাই) চট্টগ্রামে পা দিয়েছেন। আগামী ৫ জুলাই ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে তামিম ইকবালের দল। এদিন সকালে ঢাকা ছাড়ার সময় গণমাধ্যমের মুখোমুখি হন টাইগার পেসার তাসকিন আহমেদ।

এই সময় দেশের এই প্রধান পেসার ওয়ানডে সিরিজে চ্যালেঞ্জিং হবে বলে জানিয়েছেন। তাসকিন বলছিলেন, ‘সব দলই বর্তমানে চ্যালেঞ্জিং। দিন শেষে সবার সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে খেলতে হবে। ইনশা-আল্লাহ আমরাও প্রস্তুত। আশা করি ভালো কিছু হবে।’

আরও পড়ুন >> বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ

গত কয়েক বছরে ওয়ানডেতে নজরকাড়া উন্নতি করেছে বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় তারা সবশেষ সিরিজগুলোও দাপট দেখিয়ে জিতেছে। যা আফগানিস্তানের বিপক্ষেও ভালো একটি সিরিজ খেলার আত্মবিশ্বাস জোগাচ্ছে তাসকিনকে, ‘ইনশাআল্লাহ ভালো সিরিজ হবে আশা করছি। ঈদের ছুটি কাটিয়ে ক্রিকেটে ফিরছি। আশা করছি সবাই সেরাটা দিয়ে সিরিজ জয়ের আশায় খেলব।’

আফগানদের সঙ্গে দুই ধাপে সিরিজটি খেলছে বাংলাদেশ। প্রথম দফায় একমাত্র টেস্টে টাইগাররা তাদের রেকর্ড ব্যবধানে হারিয়েছিল। এবার দ্বিতীয় দফায় তাদের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে সাকিব-তামিমরা। সাদা পোশাকে আফগানিস্তান দলে রশিদ খান ও মুজিব-উর রহমানদের মতো ক্রিকেটাররা না থাকলে রঙিন ক্রিকেটে তারা ফিরছেন। ফলে স্বাভাবিকভাবেই টেস্টের মতো আসন্ন ম্যাচগুলোও একপাক্ষিক হবে না বলেই ধরে নেওয়া যায়!

এসএইচ/এএইচএস

Link copied