বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচ

সাগরিকার আকাশ এই মেঘলা, তো এই রোদ। আজ বুধবার সকাল থেকেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের আবহাওয়ার অবস্থা অনেকটা এমনই। তবে নিদিষ্ট সময়েই খেলা শুরু হয়। তবে বিপত্তি ঘটে ইনিংসের ১৬তম ওভারে এসে। কেননা মুজিবুর রহমানের করা প্রথম বল শেষেই বৃষ্টি হানা দেয় সাগরিকার মাঠে। যে কারণে এই মুহূর্তে বন্ধ রয়েছে আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচ।
এর আগে দিনের শুরুতে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। তবে দুই ওপেনার মিলে সাবধানী শুরু করলেও উইকেট বাঁচাতে পারেননি। ইনিংস উদ্বোধন করতে নেমে শুরু থেকেই অস্বস্তিতে ছিলেন তামিম। বেশিক্ষণ থিতুও হতে পারলেন না উইকেটে।
ফজলহক ফারুকির বলে আলতো করে ব্যাট চালিয়ে নিজের বিপদই ডেকে আনলেন তামিম। ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটরক্ষক রহমানুল্লাহ গুরবাজের বিশ্বস্ত গ্লাভসে। ২১ বলে ১৩ রান করে বিদায় নেন টাইগার এই ওপেনার।
অধিনায়ক তামিম ইকবালের আউট হওয়ার পরও ভালোই এগোচ্ছিলেন লিটন দাস এবং নাজমুল হোসেন শান্ত। তবে বেশিক্ষণ টিকতে পারলেন না এই দুই ব্যাটার। ক্রিজে থিতু হয়েও ফিরে গেছেন ওপেনার লিটন। ইনিংসের ১২তম ওভারে আফগান স্পিনার মুজিবুর রহমানের করা বলে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দেন লিটন। সেই ক্যাচ সহজেই লুফে নেন রহমত শাহ।
ডানহাতি ব্যাটার লিটন আউট হওয়ার আগে করেছেন ৩৫ বলে ২৬ রান। লিটনের আউটের দুর্ভোগ কাটাতে না কাটাতেই টাইগার শিবিরে আবারো আঘাত হানেন আফগান স্পিনার মোহাম্মদ নবি। ব্যক্তিগত ১২ রানে থাকাকালীন সময়ে নবির স্পিনে ধরাশয়ী হয়ে ক্যাচ তুলে দেন শান্ত।
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে পরপর উইকেট হারিয়ে বেশ চাপেই পড়ে যায় টাইগাররা। ১৩ ওভার শেষে দলীয় রান এই মুহূর্তে ৩ উইকেট হারিয়ে ৭৫ রান। ক্রিজে অভিজ্ঞ সাকিব আল হাসানের সঙ্গে ব্যাট করছেন তাওহীদ হৃদয়।
এসএইচ/এফআই