তামিমের অপেক্ষায় হোটেলের সামনে ভক্তদের ভিড়

Dhaka Post Desk

ক্রীড়া প্রতিবেদক

০৬ জুলাই ২০২৩, ১২:৫৮ পিএম


তামিমের অপেক্ষায় হোটেলের সামনে ভক্তদের ভিড়

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়াডেতে হারের পর আচমকাই সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। শুরুতে আজ দুপুর বারোটা নাগাদ গণমাধ্যমে কথা বলার সময় নির্ধারিত থাকলেও পরবর্তীতে সেটিতে পরিবর্তন এসেছে। নতুন সময় অনুযায়ী দুপুর দেড়টায় সংবাদ সম্মেলন করার কথা রয়েছে ওয়ানডে এই অধিনায়কের।

তামিমের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনে। যে কারণে দুপুর বারোটা নাগাদ হোটেলটির সামনে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। এদিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত হোটেলে আসেননি তামিম।

সকাল থেকে গণমাধ্যমের তরফে বেশ কয়েকবার তামিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। 

ইতোমধ্যে গুঞ্জন রয়েছে ওয়ানডে অধিনায়কত্ব ছাড়তে যাচ্ছেন তামিম। তবে সেটি এখনই নিশ্চিত করে বলা সম্ভব না। এদিকে শোনা যাচ্ছে তার অবসর নেওয়ার কথাও। সবকিছু ছাপিয়ে এখন ভক্ত-সমর্থকদের চোখ ঘড়ির কাটায় দেড়টার অপেক্ষায়। অবশ্য সবকিছু সমাঝোতা হয়ে বাতিল হয়ে যেতে পারে সংবাদ সম্মেলন, এমন গুঞ্জনও আছে।

এর আগে গতকাল তামিমের প্রথম ম্যাচে মাঠে নামার আগে বিস্ফোরক মন্তব্য করেছিলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও যে নাখোশ সেটিও জানিয়েছিলেন বোর্ডের শীর্ষ এই কর্তা।

এসএইচ/এফআই 

Link copied