তামিমের অবসরের সিদ্ধান্ত নিয়ে যা বলছে বিসিবি

Dhaka Post Desk

ক্রীড়া প্রতিবেদক

০৬ জুলাই ২০২৩, ০৩:৩৬ পিএম


তামিমের অবসরের সিদ্ধান্ত নিয়ে যা বলছে বিসিবি

ঢাকার আকাশে রোদ-বৃষ্টির লুকোচুরি খেলা চলছে। তবে বাংলাদেশের ক্রিকেট আকাশে আজ শুধুই মেঘের ভেলা। দেশের ক্রিকেট আকাশের এক তারা যে আজ খসে পড়েছে। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল খান আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন। তুলে রেখেছেন ব্যাট-প্যাড।

হঠাৎ করে তামিমের এমন সিদ্ধান্ত ভক্ত-সমর্থকদের পাশাপাশি মানতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস তামিমের এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন। 

বোর্ড পরিচালক বলেন, ‘তামিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা একদমই অপ্রত্যাশিত, যেটা অনাকাঙ্খিত। খুবই দুঃখজনক। আমরা এর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না।’

জালালের মতে, তামিম ইচ্ছে করলে আরও ২ বছর অনায়াসে জাতীয় দলে খেলতে পারতেন। বোর্ড থেকে তামিমকে সিদ্ধান্ত বদলের জন্য কোনো অনুরোধ জানানো হবে কি না এমন প্রশ্নের জবাবে জালাল বলেন, ‘আমরা বোর্ড থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাব।’

এসএইচ/এফআই

টাইমলাইন

Link copied