বিদেশি লিগে আম্পায়ারিং করতে যাচ্ছেন মুকুল

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), আইপিএল, সিপিএলসহ আরো বাকি যেসব ফ্র্যাঞ্চাইজি লিগ রয়েছে সেখানে নিয়মিত বিদেশি আম্পায়ারদের দেখা যায়। তবে কখনো বাংলাদেশ থেকে কোনো আম্পায়ার বিদেশি লিগে ম্যাচ পরিচালনার জন্য সুযোগ পাননি। সেই ধারা এবার ভাঙতে যাচ্ছেন বাংলাদেশি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল।
বর্তমান সময়ের তারকা আম্পায়ার মুকুলের সঙ্গে গেল কয়েকদিন ধরেই যোগাযোগ করে আসছিল কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি লিগ কর্তৃপক্ষ। তবে তার যাওয়া নিয়ে ছিল কিছুটা দোলাচল। অবশেষে আইসিসি আন্তর্জাতিক প্যানেলের এই আম্পায়ার কানাডাতে যাচ্ছেন দেশটির ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আম্পায়ারিং করতে। বৃহস্পতিবার বিকেলে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন মুকুল।
গেল বছর অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচে আম্পায়ারিং করেন মুকুল। সাড়া জাগানো সেই হাই-ভোল্টেজ ম্যাচে দক্ষতার সাথে নিজের দায়িত্ব পালন করেন মুকুল। এরপর সারা বিশ্বব্যাপী আবারো নতুন করে সবার কাছে পরিচিতি লাভ করেন বাংলাদেশি এই আম্পায়ার। এখন পর্যন্ত মাসুদুর রহমান মুকুল ৩৯টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন।
জানা গেছে বাংলাদেশের আইসিসি আন্তর্জাতিক প্যানেলের আরেক আম্পায়ার গাজী সোহেলকে লঙ্কা প্রিমিয়ার লিগ বা এলপিএলে ডাকা হয়েছে। লঙ্কা বোর্ড থেকে জানানো হয়েছে, কমপক্ষে ৫টি ম্যাচে মাঠে দায়িত্ব পালন করবেন সোহেল। এরপর ম্যাচ বাড়তেও পারে।
এসএইচ/এফআই