টিকিটের কালোবাজারি ঠেকাতে সতর্ক বিসিবি : নাদেল

Dhaka Post Desk

মাসুদ আহমদ রনি,সিলেট

১৪ জুলাই ২০২৩, ০৮:৩৫ পিএম


বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালক সফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন,কেউ যদি খেলার টিকিট কালোবাজারি করে তাহলে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বলেছি কালোবাজারির বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। টিকিটের কালোবাজারি ঠেকাতে সতর্ক রয়েছে বিসিবি।

শুক্রবার (১৪ জুলাই) রাত ৮ টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রেস ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিসিবির এই পরিচালক।

খেলার লাইভ আপডেট জানতে ক্লিক করুন এখানে

তিনি বলেন, সিলেটে খেলার প্রতি মানুষের উন্মাদনা একটু বেশি। সিলেটের মাঠে সবসময়ই দর্শক উপস্থিতি বেশি হয়। সেটি ফুটবল হোক বা ক্রিকেট হোক। সিলেট স্টেডিয়ামে আমাদের দর্শক ধারণক্ষমতা প্রায় ২০ হাজার। কিন্তু তারপরও আমরা দুই-আড়াই হাজার টিকিট কম ছাড়ি। আমাদের গ্রিন গ্যালারিতে আমরা একটু মানুষ রাখি যাতে মানুষের নিরাপত্তাটা যথাযথ থাকে এবং মানুষ নির্বিঘ্নে খেলাটা উপভোগ করতে পারে। দর্শকদের স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করে আমরা এটি করে থাকি।

বাংলাদেশের অন্যান্য স্টেডিয়ামের স্থাপনার থেকে সিলেটের এই স্টেডিয়ামের গঠন একটু আলাদা। অনেকেই টিকিট না পেয়ে বা না কেটে টিলা বেয়ে আসতে চান। তাই আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদেরকেও সজাগ থাকতে হয়। আমরা আমাদের স্টেডিয়ামের বাউন্ডারি দেওয়াল উঁচু করেছি কাটাতারের বেড়া দিয়েছি তারপরও অনেকে গ্যালারিতে ঢোকার চেষ্টা করেন।

ব্রিফিংকালে বিসিবির পরিচালক নাদেল বলেন, সিলেটের সৌন্দর্য্য,আবাসন সবকিছু মিলিয়ে এখন যে পর্যায়ে আছে আমি মনে করি টেষ্ট,টি-২০ কিংবা ওয়ানডে যে কোনো লেভেলের খেলা আমরা আরও বেশি পাবো। আমরা সাম্প্রতিককালে যেটি দেখেছি এখানে দুইটি মাঠ আছে। দুটি মাঠেই বাংলাদেশ খুব ভালো করছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আরও বেশি ম্যাচ অনুষ্ঠিত হবে বলে আমি মনে করছি।

মাসুদ আহমদ রনি/এফআই

Link copied