হারের দায় ভেজা মাঠকে দিল রশিদ খান

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আফগানিস্তান হেরেছে ২ উইকেটের ব্যবধানে। অবশ্য ম্যাচজুড়ে আফগানরা ছড়িয়েছে নিজেদের আধিপত্য, বিশেষ করে বোলিংয়ে। তবে শেষ ওভারে পেসার করিম জানাত হ্যাটট্রিক নাটকীয়তাকে ছাপিয়ে রশিদ খানদের হতাশ করে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।
ম্যাচ হারের পর অবশ্য আফগান অধিনায়ক রশিদ খান দুষছেন সিলেটের ভেজা মাঠকে। পুরস্কার বিতরণী মঞ্চে এসে পরাজয়ের কারণ নিয়ে এমন কথায় জানান এই আফগান ক্রিকেটার। রশিদ বলছিলেন, ‘সত্যি বলতে মাঠ অনেক ভেজা ছিল। আমাদের শক্তি-সামর্থ্য ৫০ শতাংশ কমে গেছে ভেজা বলের কারণে। তবু আমরা ভালো বোলিং করেছি। সব মিলিয়ে আমাদের দলের প্রচেষ্টা ছিল দারুণ।’
এদিকে আফগান দলের টপ অর্ডার ব্যাটারদের থেকে আরও দায়িত্বশীল ব্যাটিংয়ের আশা ছিল রশিদের, ‘আমাদের যেমন বোলিং আক্রমণ, তাতে এই রান যথেষ্ট ছিল। তবে টি-টোয়েন্টিতে একটি ইনিংসই ম্যাচ বের করে নিয়ে যেতে পারে। টপ-অর্ডার ব্যাটসম্যানরা আরেকটু সাবধানী হলে আমরা আরও ২০-২৫ রান বেশি পেতে পারতাম।’
অবশ্য আফগান ব্যাটিং ইনিংসে একাই দলকে টেনেছিলেস মোহাম্মদ নবি। যে কারণে অধিনায়ক রশিদ প্রশাংসায় ভাসালেন নবিকে, ‘সে (নবি) যেভাবে খেলেছে, দারুণ। অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে উদাহরণ সৃষ্টি করেছে। খেলা গভীরে নিয়ে গেছে। পিচ দুর্বোধ্য ছিল না। সে যেভাবে খেলেছে, দুর্দান্ত ছিল। তার জন্য অনেক খুশি।’
এসএইচ/এমএ