নারী বিপিএলের উদ্বোধনী আসরে ৪ দল

Sakib Shawon

২৩ জুলাই ২০২৩, ১০:৩৬ পিএম


নারী বিপিএলের উদ্বোধনী আসরে ৪ দল

ফাইল ছবি

গত প্রায় এক দশক ধরে ছেলেদের ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি লিগ চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই লিগে পারফর্ম করে একাধিক ক্রিকেটার জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। তাই বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) এখনও পর্যন্ত সফলই বলতে হবে। ছেলেদের ক্রিকেটে বিপিএলের কার্যকারিতা দেখে এবার নারী বিপিএল চালুর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আসন্ন এই নারী ফ্র্যাঞ্চাইজি লিগের উদ্বোধনী আসর চার দল নিয়ে মাঠে গড়াবে আগামী বছরই। 

তবে এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনো সময় ঠিক করতে পারেনি বিসিবি। তাছাড়া ভেন্যু নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে বিদেশি ক্রিকেটারদের অংশ গ্রহণ থাকছে নারী বিপিএলেও। এসব বিষয় ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন শফিউল আলম চৌধুরি নাদেল।

বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান বলেন, 'আনুমানিক হিসেবে ২০২৪ সালেই মাঠে গড়াবে। তবে এখনো পর্যন্ত কখন বা কই তারিখ কোন মাস এ সব নিয়ে কোনো প্রকার কথা হয়নি। প্রথম এডিশান হচ্ছে আগামী বছর এতটুকু নিশ্চিত। সবমিলিয়ে ৪ টি দল থাকবে টুর্নামেন্টে। ভেন্যুর বিষয়ে এখনো কথা হয়নি, তবে জানা যাবে সবকিছু তাড়াতাড়ি। এছাড়া বিদেশি ক্রিকেটারদের দেখা যাবে। তবে লিমিটেশান থাকবে কিনা সেটা এখনো আলোচনা হয়নি।'   

এছাড়া মেয়েদের সাফল্য নিয়ে নিজের সন্তুষ্টির কথাও জানালেন নাদেল। তিনি বলেন, 'আমরা যথেষ্ট সন্তুষ্ট। কেন হবো না? ভারতের মতো দলের বিপক্ষে সিরিজ ড্র অনেক বড় কিছুই। তবে ভালোর কিন্তু শেষ নেই। যে কারণে সিরিজ জিততে পারলে আরো খুশি হতাম। তারা শেষ ওয়ানডে যেভাবে খেলছে আমরা এক কথায় খুবই সন্তুষ্ট।' 

এদিকে নারী দলের এমন সাফল্যে খুশি হয়ে বিসিবি সভপতি নাজমুল হাসান পাপন সবমিলিয়ে ৩৫ লাখ টাকার বোনাস ঘোষণা দিয়েছেন। পাপন বলছিলেন, 'আমাদের সেঞ্চুরি আছে একটা। বেশ কয়েকটা মেয়ে খুব ভালো খেলেছে। দলের জন্য এমনিতে ২৫ লাখ টাকা দিচ্ছি। সেঞ্চুরির জন্য, প্লাস যারা পারফর্ম করেছে তাদের আলাদা আলাদা টাকা দিচ্ছি। সবমিলিয়ে আমার ধারণা ৩৫ লাখ হবে।’

তবে কবে নাগাদ মেয়েরা এই টাকা বুঝে পাবেন এমন প্রশ্নের জবাবে নাদেল বলেন, 'এটা দ্রুতই পেয়ে যাবে, যে সব প্রসেস রয়েছে সেগুলো শেষ হলেই সবাই টাকা পেয়ে যাবে।' 

এছাড়া বিপিএল নিয়ে উৎসাহ প্রকাশ করেছেন ফারাজানা হক পিংকি। তিনি বলেন, ‘আমরা মিটিংয়ে মেয়েদের বিপিএল আয়োজনের দাবি জানিয়েছি। প্রেসিডেন্ট স্যার বিনা বাক্যে সম্মতি দিয়েছেন। আমরা অনেক খুশি। আমাদের যদি আলাদা একটি টি-টোয়েন্টি লিগ হয় আমাদের সবার মান আরও বাড়বে। আমরা আরও প্রতিযোগিতা করতে পারবো বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে। আরও বড় অর্জন আসবে।’

এসএইচ/এইচজেএস

Link copied