‘বিশ্বকাপে বড় ভূমিকা রাখবে সাকিব-মিরাজরা’

Dhaka Post Desk

ক্রীড়া প্রতিবেদক

০৮ আগস্ট ২০২৩, ০৮:৪৫ পিএম


‘বিশ্বকাপে বড় ভূমিকা রাখবে সাকিব-মিরাজরা’

ফাইল ছবি

উপমহাদেশের মাটিতে বরাবরই বাড়তি সুবিধা পায় স্পিনাররা। ভারত বিশ্বকাপেও এক্স-ফ্যাক্টর হতে পারেন স্পিনাররা। সেক্ষেত্রে বাংলাদেশের বোলিং লাইনআপে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। তাছাড়া মেহেদি হাসান মিরাজের মতো অভিজ্ঞ স্পিনাররাও বেশ কার্যকরী হবেন বলে মনে করেন রঙ্গনা হেরাথ।

বাংলাদেশের স্পিন বোলিং কোচ বলেন, 'বিশ্বকাপে স্পিনাররা বড় প্রভাব ফেলবে। সাকিব, মেহেদির সঙ্গে আরও কিছু স্পিনার থাকবে স্কোয়াডে। আমি নিশ্চিত, তারা তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন। যে কোনো পরিস্থিতি সামাল দেওয়ার টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল সামর্থ্য তাদের আছে। এসব নিয়েই এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে আমাদের অনুশীলন ক্যাম্প চলবে। আমি নিশ্চিত আগামী কয়েক সপ্তাহে ক্যাম্পটি দারুণভাবে এগোবে।'

 'সব কিছু মূলত পরিস্থিতির ওপর নির্ভর করে। কে প্রথম পাওয়ার প্লেতে বোলিং করতে পারে, কে দ্বিতীয় ও তৃতীয় ধাপে বোলিং করতে পারে। সেদিক থেকে আমার মনে হয়, সব স্পিনারই বিশ্বকাপে বড় প্রভাব রাখবে।'-আরও যোগ করেন তিনি।

বিশ্বকাপের মতো বড় আসরে অনেক চ্যালেঞ্জ থাকবে। সেগুলো আত্মবিশ্বাসের সঙ্গে মোকাবেলা করতে পারলেই সফলতা পাওয়া সম্ভব এমনটাই ধারণা হেরাথের, 'বিশ্বকাপে যে কোনো সময় আবেগি সময় আসতে পারে। তবে সিদ্ধান্ত নেওয়ার সময় সঠিকটাই নিতে হবে। আমরা সবাই বিশ্বকাপ জয়ের দিকে তাকিয়ে আছি। যেটা বললাম, আমাদের একটি একটি ম্যাচ ধরে এগোতে হবে। ইমোশনাল হওয়া চলবে না। আমাদের ট্যাকটিক্যাল হতে হবে এবং মন থেকে ভালো সিদ্ধান্ত নিতে হবে।'

এসএইচ/এইচজেএস  

Link copied