কলম্বোর উদ্দেশে দেশ ছাড়লেন লিটন

Dhaka Post Desk

ক্রীড়া প্রতিবেদক

১২ আগস্ট ২০২৩, ০১:৫৯ পিএম


কলম্বোর উদ্দেশে দেশ ছাড়লেন লিটন

কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি খেলে গেল সপ্তাহেই দেশে এসেছিলেন লিটন কুমার দাস। দেশে কয়েকদিনের বিশ্রাম শেষে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল এই উইকেটরক্ষক ব্যাটারের। তবে আরেকটি ফ্র্যাঞ্জাইজি লিগ খেলতে ঢাকা ছাড়লেন লিটন। লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) থেকে তার খেলার ডাক এসেছে। সেই ডাকে সাড়া দিয়ে আজ (শনিবার) দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছেড়েছেন টাইগার ওপেনার।

লঙ্কান লিগে আগে থেকেই গল টাইটান্সের হয়ে খেলছেন সাকিব আল হাসান। তার দল গলের হয়ে খেলবেন লিটনও। একই দলে আছেন আরেক বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। তবে সাকিব প্রতিটি ম্যাচে মাঠে নামলেও এখনও অভিষেক হয়নি মিঠুনের।

এর আগে ৩০ জুলাই থেকে শুরু হয়েছে ৫ দলের এলপিএল টুর্নামেন্ট। যা চলবে আগামী ২০ আগস্ট পর্যন্ত। যে কারণে এশিয়া কাপের প্রস্তুতিতে সাকিব, লিটন ও শরীফুলকে পাচ্ছে না বাংলাদেশ দল। এলপিএল শেষেই তাদের অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে।

ফ্র্যাঞ্চাইজি লিগটিতে এবার প্রথমবারের মতো খেলেছেন তাওহীদ হৃদয়ও। জাফনা কিংসের হয়ে তার খেলার ছাড়পত্র ছিল ৮ আগস্ট পর্যন্ত। এর আগে দলটির হয়ে বেশ ভালো পারফর্মও করেছেন এই তরুণ টাইগার। সে কারণে দেশে ফেরার সময়ও হৃদয় উষ্ণ শুভেচ্ছা পেয়েছিলেন। এছাড়া এলপিএলে সুযোগ পেলেও ভিসাগত জটিলতার কারণে যাওয়া হয়নি আফিফ হোসেনের।

এসএইচ/এএইচএস

Link copied