টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারি সাউদি

মাঠে নামার আগে রাজত্ব হারালেন সাকিব

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

৩১ আগস্ট ২০২৩, ১১:৩৯ এএম


মাঠে নামার আগে রাজত্ব হারালেন সাকিব

এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ দল। তবে মাঠে নামার আগেই দুঃসংবাদ পেলেন সাকিব আল হাসান। টাইগার এই অধিনায়ককে টপকে আবারও টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন নিউজিল্যান্ডের তারকা পেসার টিম সাউদি।

গতকাল (বুধবার) ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে নিজের প্রথম ওভারেই জনি বেয়ারস্টোকে সাজঘরে ফিরিয়ে শীর্ষস্থান নিজের দখলে নেন কিউই এই পেসার। এর আগে গেল মার্চে সাউদিকে টপকে গিয়েছিলেন সাকিব

আরও পড়ুন: সবার শীর্ষে সাকিব, দুইয়ে পরীমণি

১৪০ উইকেট নিয়ে সিরিজের প্রথম ম্যাচ শুরু করেছিলেন সাউদি। ইংল্যান্ডের বিপক্ষে ১ উইকেট নিয়ে এখন তিনিই শীর্ষে। টিম সাউদি এই রেকর্ডটা অবশ্য নিজের কাছে অনেক দিনই রাখতে পারবেন। কারণ সাকিব পরবর্তী টি-টোয়েন্টি খেলবেন আগামী ডিসেম্বরে, এই নিউজিল্যান্ডের বিপক্ষেই।

সর্বোচ্চ উইকেটশিকারির দৌড়ে সাকিব-সাউদির লড়াই চলছেই।

বর্তমানে টি-টোয়েন্টিতে ১১১ ম্যাচে সাউদির উইকেট সংখ্যা এখন ১৪১টি। ১১৭ ম্যাচে ১৪০ উইকেট নিয়ে তারপরেই আছেন সাকিব। সাকিব-সাউদির চেয়ে অনেক কম ম্যাচ খেলে ১৩০ উইকেট নিয়ে তিন নম্বরে আছেন রশিদ খান।

একনজরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক পাঁচ উইকেট শিকারি বোলার 

টিম সাউদি- ১৪১
সাকিব আল হাসান- ১৪০
রশিদ খান- ১৩০ 
ইশ সোধি- ১১৯
লাসিথ মালিঙ্গা- ১০৭

এসএইচ/এফআই

Link copied