নিহাদ-জিয়া-শুভাগতকে রেখে দিল চট্টগ্রাম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৪ আসরকে সামনে রেখে প্রতিটি দলই খেলোয়াড় অন্তর্ভুক্তি নিয়ে তোড়জোড় শুরু করেছে এখন থেকেই। সেই তালিকায় এবার যুক্ত হলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আগের আসরে খেলা দলের তিন ক্রিকেটারকে আরও এক বছরের জন্য চট্টগ্রামে রেখে দিয়েছে।
আগামী আসরকে সামনে রেখে শুভাগত হোম, জিয়াউর রহমান এবং নিহাদুজ্জামানকে রিটেইন করেছে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটি। যদিও দলটি এখনও তাদের আইকন ক্রিকেটারের নাম ঘোষণা করেনি। আজ (শনিবার) এক বিবৃতিতে তিন স্থানীয় ক্রিকেটারকে ফের দলে রাখার ঘোষণা দিয়েছে।
শুভাগত হোম গত মৌসুমে চট্টগ্রামকে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি টুর্নামেন্টটিতে অধিনায়কত্ব করার পাশাপাশি ২৮.৩৩ গড় এবং ১৪৫.২৯ স্ট্রাইক রেট নিয়ে করেছিলেন ১৭০ রান। এছাড়া অভিজ্ঞ অলরাউন্ডার জিয়া সাত ইনিংসে ৩০.২০ গড় এবং ১৫৪.৮ স্ট্রাইক রেটে ১৫১ রান করেছিলেন।
আরও পড়ুন >> পাকিস্তান-আফগানিস্তানের ২ তারকাকে দলে ভেড়ালো চট্টগ্রাম
ওই আসরে চট্টগ্রামের তারকা পারফর্মারদের একজন ছিলেন নিহাদুজ্জামান। টুর্নামেন্টটিতে উদীয়মান ক্রিকেটার হিসেবে উইকেট সংগ্রাহকের তালিকায় সেরা দশেও ছিলেন তিনি। ৯ ম্যাচে এই বাঁ-হাতি স্পিনার ১৭.৬৬ গড় ও ৭.২২ ইকোনোমিতে ১২টি উইকেট শিকার করেন।
এর আগে শুক্রবার (৮ সেপ্টেম্বর) আফগানিস্তান ও পাকিস্তানের দুই তারকা ব্যাটারকে দলে নেওয়ার কথা জানিয়েছিল চট্টগ্রাম। ফলে তাদের হয়ে বিপিএলের এবারের আসরে খেলতে দেখা যাবে নাজিবুল্লাহ জাদরান এবং পাকিস্তানের মোহাম্মদ হারিসকে।
এসএইচ/এএইচএস