বৃষ্টির পর খেলা শুরু

ভারত-পাকিস্তান ম্যাচের জন্য রাখা হয়েছিল রিজার্ভ ডে। শেষ পর্যন্ত ম্যাচ গড়িয়েছে রিজার্ভ ডে-তেই। তবে এখানেও বৃষ্টির হানা। নির্ধারিত সময়ে শুরু হয়নি খেলা। তবে ভালো খবর, কলম্বোতে আপাতত কোনো বৃষ্টি নেই। বাংলাদেশ সময় বিকেল ৫টা ১০ মিনিটে শুরু হয়েছে খেলা।
বাংলাদেশ সময় বিকাল ৩টা ৩০ মিনিটে আজ খেলা শুরু হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। এরপর ঘন্টা খানেকের বৃষ্টির পর মাঠ প্রস্তুত করতে লেগেছে আরও প্রায় ত্রিশ মিনিট। সবমিলিয়ে দেড় ঘন্টারও বেশি সময় আজ নষ্ট হয়েছে। তবে ম্যাচের দৈর্ঘ্যের ওপর সেটার প্রভাব পড়ছে না। কোনো ওভার কাটা যায়নি।
গতকাল ২৪.১ ওভার খেলার পর বৃষ্টি আসে। ওই পর্যন্ত ভারতের সংগ্রহ ছিল ২ উইকেট হারিয়ে ১৪৭ রান। ৮ রান নিয়ে উইকেটে আছেন বিরাট কোহলি। অপর অপরাজিত ব্যাটার লোকেশ রাহুলের সংগ্রহ ১৭ রান। আজ এ দুজন আবার ব্যাটিং শুরু করেছেন।
এইচজেএস