থামছেই না বৃষ্টি, পরিত্যক্ত হলে ফাইনালে যাবে কোন দল?

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪০ পিএম


থামছেই না বৃষ্টি, পরিত্যক্ত হলে ফাইনালে যাবে কোন দল?

এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে গেল আসরের দুই ফাইনালিস্ট শ্রীলঙ্কা ও পাকিস্তান। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস হয়নি। 

এরপর জানা যায়, বিকাল ৩ টা ২০ মিনিটে টস হবে। আর নতুন করে বৃষ্টি বাধা হয়ে না দাঁড়ালে টসের ঠিক আধা ঘণ্টা পর অর্থাৎ বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় বল মাঠে গড়াবে। তবে নির্ধারিত সেই সময়ের আগেই আবারও বৃষ্টির হানা।

কলম্বোতে এখনও বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিতে ভেসে গেছে আউট ফিল্ড। যদি বৃষ্টি কখনো থামে তবে মাঠ খেলার উপযোগী করতে অন্তত আরও ২ ঘণ্টা সময় লাগবে। তাই এই ম্যাচে ফলাফল আসবে কিনা সেটা এখন বড় প্রশ্ন।

যদি এই ম্যাচে ফলাফল না আসে তাহলে দুই দল সমান এক পয়েন্ট করে পাবে। তাতে দুই দলেরই মোট পয়েন্ট হবে ৩। ফলে নেট রানরেটে এগিয়ে থাকায় ফাইনাল নিশ্চিত করবে শ্রীলঙ্কা। অন্যদিকে বৃষ্টিতে কপাল পুড়বে পাকিস্তানের।

এইচজেএস 

Link copied