থেমেছে বৃষ্টি, জানা গেছে খেলা শুরুর সময়

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৩ পিএম


থেমেছে বৃষ্টি, জানা গেছে খেলা শুরুর সময়

অবশেষে ক্রিকেটের সঙ্গে আপোষ করেছে বৃষ্টি! কলম্বোর আকাশ এখন পুরোপুরি পরিষ্কার। আম্পায়াররা মাঠ পরিদর্শন টসের সময় নির্ধারণ করেছেন। বাংলাদেশ সময় বিকাল ৫টা ৩০ মিনিটে টস হবে এবং বল মাঠে গড়াবে তার ঠিক ১৫ মিনিট পর অর্থাৎ ৫ টা ৪৫ মিনিটে। ম্যাচ হবে ৪৫ ওভারের।

এর আগে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস হয়নি। এরপর জানা যায়, বিকাল ৩ টা ২০ মিনিটে টস হবে। আর নতুন করে বৃষ্টি বাধা হয়ে না দাঁড়ালে টসের ঠিক আধা ঘণ্টা পর অর্থাৎ বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় বল মাঠে গড়াবে। তবে নির্ধারিত সেই সময়ের আগেই আবারও হানা দেয় বৃষ্টি।

এরপর যদি আবারও বৃষ্টি আসে। আর এই ম্যাচে ফলাফল না আসে তাহলে দুই দল সমান এক পয়েন্ট করে পাবে। তাতে দুই দলেরই মোট পয়েন্ট হবে ৩। ফলে নেট রানরেটে এগিয়ে থাকায় ফাইনাল নিশ্চিত করবে শ্রীলঙ্কা। অন্যদিকে বৃষ্টিতে কপাল পুড়বে পাকিস্তানের।

এইচজেএস 

Link copied