এশিয়া কাপের সেরা একাদশে সাকিব

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪০ পিএম


এশিয়া কাপের সেরা একাদশে সাকিব

ছবি: সংগৃহীত

এবারের এশিয়া কাপে দুই পর্ব মিলিয়ে মোট ৬টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে গ্রুপ পর্বে একটি ও সুপার ফোরে একটি ম্যাচে জয় পেয়েছে টাইগাররা। দলীয় প্রত্যাশা না মিটলেও কিছু ক্রিকেটার ব্যক্তিগতভাবে ভালো খেলেছেন। আর সেই ব্যক্তিগত পারফর্ম্যান্সের ভিত্তিতেই ইএসপিএন ক্রিকইনফোর এশিয়া কাপের সেরা একাদশে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান।

সেই একাদশে বাংলাদেশ থেকে জায়গা পাওয়া একমাত্র ক্রিকেটার টাইগার অধিনায়ক। এই আসরে ব্যাট হাতে সাকিব মোট ১৭৩ রান করেছেন, এছাড়া বল হাতে শিকার করেছেন ৩ উইকেট। 

ক্রিকইনফোর একাদশে সবচেয়ে বেশি ৬ ক্রিকেটার সুযোগ পেয়েছে ভারত থেকে।  শ্রীলঙ্কা থেকে সেরা একাদশে এসেছে ৩ ক্রিকেটার। আর পাকিস্তান ও বাংলাদেশ থেকে একজন করে ক্রিকেটার সুযোগ পেয়েছে একাদশে। 

ক্রিকইনফোর সেরা একাদশ-

শুবমান গিল, রোহিত শর্মা (অধিনায়ক), কুশল মেন্ডিস, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, সাকিব আল হাসান, হার্দিক পান্ডিয়া, দুনিথ ভেল্লালেগে, শাহিন আফ্রিদি, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ সিরাজ। 

এইচজেএস 

Link copied