ম্যাচ সেন্টার: প্রথম দিনেই তিনশ ছাড়াল বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজটা কেটেছে দুঃস্বপ্নের মতো। এরপর নিউজিল্যান্ড সফর যেন বাকি দুই ফরম্যাটেও বিভীষিকার মুখে দাঁড় করিয়ে দিয়েছিল বাংলাদেশকে। সেই দুঃসময়কে পেছনে ফেলার লক্ষ্যেই সিরিজের প্রথম টেস্টে আজ শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। শ্রীলঙ্কার ক্যান্ডিতে চলমান এই টেস্টের সর্বশেষ খবর জানাচ্ছে ঢাকা পোস্ট
— ICC (@ICC) April 21, 2021
— ICC (@ICC) April 21, 2021
তামিম নার্ভাস ৯০ রানে আউট হলেও পথ হারাননি শান্ত। সঙ্গে মুমিনুল হকের ব্যাটেও রান। ঠিক পথেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশ ২৫৪-২
২ উইকেট হারিয়ে ২০০ রানে দ্বিতীয় সেশনের খেলা শেষ করে বাংলাদেশ দল। নাজমুল হোসেন শান্ত ৭৮ এবং মুমিনুল হক অপরাজিত আছেন ২১ রানে। তামিম মাঝপথে ফিরে গেলেও পরে শান্ত আর মুমিনুল সুতোটায় ঢিল পড়তে দেননি। ফলে বাংলাদেশও অনায়াসে পৌঁছে গেছে দলীয় দুইশ'য়।
স্কোর-
বাংলাদেশ: ২০০/২, ৫৩ ওভার (তামিম ৯০, শান্ত ৭৮*, মুমিনুল ২১*; বিশ্ব ২/৫২)
— Sri Lanka Cricket (@OfficialSLC) April 21, 2021
— Bangladesh Cricket (@BCBtigers) April 21, 2021
— ICC (@ICC) April 21, 2021
— ICC (@ICC) April 21, 2021
— ICC (@ICC) April 21, 2021