আইপিএলে কাজ করা কোচ রাজশাহীতে

বিপিএলের ১২তম আসরের জন্য দল সাজানো শেষ করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। বিদেশি ক্রিকেটার এখনো দলে ভেড়াতে চেষ্টা করছে ফ্র্যাঞ্চাইজিগুলো। নিলাম শেষে দেশি ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা হয়েছে। কয়েকটি দল অবশ্য শেষ সময়ে কোচিং দলকে শক্তিশালী করার চেষ্টা করে চলেছে।
রাজশাহী ওয়ারিয়র্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন হান্নান সরকার। সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক রাজিন সালেহকে। ঘরোয়া সব লিগেই কোচিং করাতে দেখা যায় তাকে। এছাড়া পেস বোলিং কোচ হিসেবে রয়েছেন তারেক আজিজ খান।
ট্রেনার হিসেবে রয়েছেন ইফতেখার ইফতি, এছাড়া ফিজিও মোজাদ্দেদ সানীকে ঠিক করা ছিল আগেই। তবে কম্পিউটার অ্যানালিস্ট কে হবেন সেটি চূড়ান্ত ছিল না। বাংলাদেশ ও নেদারল্যান্ডস জাতীয় দলের সাবেক কোচ এবং আইপিএলে কাজ করা শ্রীবাতসন পিবি-কে কম্পিউটার অ্যানালিস্ট হিসেবে নিয়োগ দিয়েছে রাজশাহী। রঞ্জি ট্রফি, বিগ ব্যাশ লিগেও পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে কাজ করেছেন তিনি।
রাজশাহী ওয়ারিয়র্স স্কোয়াড :
নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ নওয়াজ, তানজিম হাসান সাকিব (৬৮ লাখ টাকা), ইয়াসির আলি রাব্বি (৪৪ লাখ টাকা), আকবর আলী (৩৪ লাখ টাকা), রিপন মন্ডল (২৫ লাখ টাকা), জিসান আলম (১৮ লাখ টাকা), হাসান মুরাদ (১৮ লাখ টাকা), আব্দুল গাফফার সাকলাইন (৪৪ লাখ টাকা), এসএম মেহেরব হাসান (৩৯ লাখ টাকা), ওয়াসী সিদ্দিকী (১৯ লাখ টাকা), মোহাম্মদ রুবেল (১১ লাখ টাকা), মুশফিকুর রহিম (৩৫ লাখ টাকা), দুশান হেমান্থ (২৫ হাজার ডলার), জাহান্দাদ খান (২০ হাজার ডলার), রবিউল হক, শাকির হোসেন শুভ্র, বিনুরা ফার্নান্দো।
এসএইচ/এফএইচএম