পিচে অস্বাভাবিক গর্ত, মাঝপথেই ম্যাচ পরিত্যক্ত

মেয়েদের বিগ ব্যাশে অদ্ভুত সিদ্ধান্তে ম্যাচ পরিত্যক্ত হওয়ার ঘটনা ঘটেছিল সপ্তাহখানেক আগে। সেই রেশ না কাটতেই এবার পিচে সৃষ্ট গর্তের কারণে আরেকটি ম্যাচ পরিত্যক্ত হয়ে গেছে। অ্যাডিলেড স্ট্রাইকার্স ও হোবার্ট হারিকেন্সের মধ্যকার ম্যাচের প্রথম ইনিংস শেষ হয়েছিল, মাঝের বিরতিতেই ঘটে সেই বিপত্তি। উইকেটে অনাকাঙ্ক্ষিত গর্ত বা ক্ষত ব্যাটিং দলের জন্য অন্যায্য বলে বিবেচিত হয়।
গতকাল (শুক্রবার) নারী বিগ ব্যাশের খেলায় এই ঘটনা ঘটে। ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৭ রান তোলে অ্যাডিলেড। তাদের পক্ষে ৫১ বলে সর্বোচ্চ ৬৩ রানের ইনিংস খেলেন ম্যাডেলিন পেনা। এ ছাড়া ট্যামি ব্যুমন্ট ২৯ ও ব্রিজেট প্যাটারসন ২৪ রান করেন। বিপরীতে হোবার্টের চার বোলার উইকেট শিকার করেন একটি করে।
পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা হোবার্ট লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে নামার প্রস্তুতি নিচ্ছিল। তার আগেই তারা অনাকাঙ্ক্ষিত খবরটি পায়। অ্যাডিলেডের মাঠে বিরতিতে মূল পিচের পাশে ওয়ার্মআপ চলছিল। তখন একটি বল দুর্ঘটনাবশত এসে রোলারের নিচে পড়ে পিচে গর্ত তৈরি হয়। ইনিংসের বিরতিতে রোলার দিয়ে পিচ ঠিক করার কাজ চলছিল, যার ভারে বলের সমান গর্ত তৈরি হয় উইকেটের মাঝে। পরবর্তীতে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে আয়োজকরা।
— Weber Womens Big Bash League (@WBBL) December 5, 2025
এক বিবৃতিতে অ্যাডিলেড স্ট্রাইকার্স কর্তৃপক্ষ জানায়, ‘পিচের অবস্থা তাৎপর্যপূর্ণভাবে বদলে গেছে। যা নিয়ে ম্যাচ রেফারি ও আম্পায়ারদের মাঝে আলোচনা-পরামর্শের পর এমন উইকেটে হারিকেন্সকে ব্যাটিংয়ে নামানোর যুক্তি নেই বলে বিবেচিত হয়। কারণ এরচেয়ে ভালো উইকেটে ব্যাট করেছে স্ট্রাইকার্স। পরে বিষয়টি দুই দলের অধিনায়ককে জানানো হলে, তারা গৃহীত সিদ্ধান্ত (ম্যাচ পরিত্যক্ত) মেনে নেন।’
ম্যাচটি শেষ পর্যন্ত সম্পন্ন না হলেও, ইতোমধ্যে পরের রাউন্ডে উঠে গেছে হোবার্ট হারিকেন্স। আগের ৯ ম্যাচের মধ্যে তারা ৭টিতে জয় তুলে নেয়। তবে ম্যাচটিতে স্বাগতিক হিসেবে নামা অ্যাডিলেডের জন্য এটি বড় ধাক্কা বটে। কারণ এ নিয়ে চলমান বিগ ব্যাশের তৃতীয় ম্যাচে তারা ফল পায়নি। প্রথম রাউন্ডের বাকি মাত্র একটি ম্যাচ, তাদের বর্তমান অবস্থান ছয়ে। শেষ চারে পা রাখতে হলে শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই তালিয়া ম্যাকগ্রা’র দলের সামনে।
এএইচএস