লাল বলে হোয়াইটওয়াশের পর সাদা বলের সিরিজ জিতল ভারত

টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হয়েছিল ভারত। ঘরের মাঠে লাল বলের ক্রিকেটে এমন ভরা ডুবির পর এবার রঙিন পোশাকে ঘুরে দাঁড়াল ভারত। সিরিজের শেষ ম্যাচে ভারত ব্যাটে-বলে রীতিমতো উড়িয়ে দিয়েছে প্রোটিয়াদের। তাতে ২-১ এ সিরিজ নিশ্চিত করেছে তারা।
বিশাখাপত্তমে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৭ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ২৭০ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ৩৯ ওভার ৫ বলে এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।
ব্যাটিংয়ে শুরুটা মোটেও ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। এই ম্যাচে ওপেনিংয়ে আবার ফেরেন রায়ান রিকেলটন। কিন্তু রান করতে পারেননি তিনি। শূন্য রানের মাথায় প্রথম ওভারেই অর্শদীপ সিংয়ের শিকার হন তিনি। তবে দ্বিতীয় উইকেটে জুটি গড়েন কুইন্টন ডি কক ও অধিনায়ক টেম্বা বাভুমা।
বাভুমার সঙ্গে ১১৩ রানের জুটি গড়েন ডি কক। তা দেখে মনে হচ্ছিল, বড় রান করবে দক্ষিণ আফ্রিকা। তখনই বাভুমাকে ৪৮ রানের মাথায় ফেরান রবীন্দ্র জাদেজা। চার নম্বরে নেমে ব্রিৎজে থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি। একই ওভারে ফেরেন এইডেন মার্করামও।
এক প্রান্তে দ্রুত তিন উইকেট হারালেও আরেক প্রান্তে দারুণ খেলছিলেন ডি কক। হার্ষিত রানার বলে ছক্কা মেরে শতরান করেন তিনি। ভারতের মাটিতে নিজের সপ্তম শতরান করলেন ডি কক। তার পরে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। ৮৯ বলে ১০৬ রান করে প্রসিদ্ধের বলেই আউট হন ডি কক।
ডেওয়াল্ড ব্রেভিস ও মার্কো জানসেন জুটি গড়লেও কুলদীপ যাদব দ্বিতীয় স্পেলে আসার পর আর টিকতে পারেননি তারা। ব্রেভিসকে ২৯ রানের মাথায় আউট করেন কুলদীপ। জানসেনকেও ১৭ রানে ফেরান তিনি। কর্বিন বশ আগের দুই ম্যাচে রান করলেও এই ম্যাচে পারলেন না। ৯ রানে কুলদীপের শিকার হয়েছেন তিনি। শেষ দিকে কেশব মহারাজ ২০ রান করলেও পুরো ৫০ ওভার খেলতে পারেনি দক্ষিণ আফ্রিকা।
রান তাড়ায় ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জানতেন, তাড়াহুড়ো করার কোনও প্রয়োজন নেই। দেখে-শুনে খেলে বড় জুটি গড়েন তারা। দুই ব্যাটারই অর্ধশতরান করেন। ৭৫ রান করে ফেরেন রোহিত। তাতে ওপেনিং জুটিতে ১৫৫ রান যোগ করে ভারত।
চলতি সিরিজে দুর্দান্ত ফর্মে রয়েছেন কোহলি। আগের দুই ম্যাচে শতরান করেছেন। এবারও পেয়েছেন ফিফটি। তার অপরাজিত ফিফটির সঙ্গে যশস্বীর অপরাজিত সেঞ্চুরিতে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। শেষ পর্যন্ত যশস্বী ১১৬ ও কোহলি ৬৫ রানে অপরাজিত থাকেন।
এইচজেএস