সুখবর পেল ভারত

অবশেষে স্বস্তি ফিরল ভারতীয় শিবিরে। শুবমান গিলকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি দলে রাখলেও তার খেলা নিয়ে ধোঁয়াশা ছিল। অবশেষে সেই ধোঁয়াশা কাটল। গিলকে খেলার অনুমতি দিয়েছেন বিসিসিআইয়ের চিকিৎসকরা।
ভারতের দল ঘোষণার সময় গিলকে রাখা হয়েছিল। তিনি ভারতের টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক। গিলকে দলে রাখলেও বলা হয়েছিল, চিকিৎসকেরা ছাড়পত্র দিলে তবেই খেলতে পারবেন তিনি। সেই ছাড়পত্র এবার পেয়েছেন।
বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সে রয়েছেন গিল। সেখানকার এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, 'সেন্টার অব এক্সিলেন্সে গিল নিজের রিহ্যাব ভালো ভাবে করেছে। তিন ফরম্যাটে খেলার জন্য যে যোগ্যতামান প্রয়োজন, তা পূর্ণ করেছে। তাই ওকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলার অনুমতি দেওয়া হয়েছে।'
বোর্ডের ফিজিও কমলেশ জৈন, স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ আদ্রিয়ান লে রু ও স্পোর্টস ডিরেক্টর ডক্টপ চার্লসের অধীনে ছিলেন গিল। তারাই সব খতিয়ে দেখে তাকে খেলার অনুমতি দিয়েছেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ভারত। ৯ ডিসেম্বর প্রথম ম্যাচ। ১১ ডিসেম্বর চণ্ডীগড়, ১৪ ডিসেম্বর ধর্মশালা, ১৭ ডিসেম্বর লখনউ ও ১৯ ডিসেম্বর অহমদাবাদে হবে পরের চারটি ম্যাচ।
এইচজেএস