জল্পনা সত্যি করে বিয়ে বাতিলের ঘোষণা স্মৃতির

অনেক ধুমধাম করে বিয়ের দিনটা কাটাবেন, এমন পরিকল্পনা ছিল ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার স্মৃতি মান্ধানারা। তার আনন্দ-উচ্ছ্বাস আগে থেকে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে ভাগাভাগি করছিলেন তিনি। সংগীত পরিচালক পলাশ মুচ্ছলের সঙ্গে ২৩ নভেম্বর ছিল বিয়ের দিন, সেদিন হঠাৎ করে তার বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তারপর থেকে নানা ঘটনায় জল্পনার ডালপালা মেলতে থাকে, বহুল প্রতীক্ষিত এই বিয়ে কি শেষ পর্যন্ত হচ্ছে?
জল্পনাই সত্যি হলো। শুরুতে বিয়ে স্থগিতের কথা জানালেও অবশেষে তা বাতিলের কথা জানালেন ভারতের তারকা ক্রিকেটার স্মৃতি। কয়েক সপ্তাহ ধরেই সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা–সমালোচনা চলছিল। অবশেষে নিজেই জানালেন পলাশের সঙ্গে তার বিয়ে আর হচ্ছে না।

২৩ নভেম্বর বিয়ের দিন সকালে হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর পর স্মৃতির পক্ষ থেকে জানানো হয়, তার বাবার অসুস্থতার জন্য তিনি বিয়ে স্থগিত রাখছেন। এর পর একই দিনে পলাশকেও হাসপাতালে ভর্তি করতে হয়েছিল।
এই ঘটনার একদিন পরে সোশ্যাল মিডিয়ায় কয়েকটি মেসেজের স্ক্রিনশট ভাইরাল হয়। যেখানে দেখা যায়, পলাশ এক মহিলাকে মেসেজ করছেন। জানাচ্ছেন তিনি কতটা একা। পলাশ সেই মহিলাকে সাঁতারের জন্য আমন্ত্রণ জানান। এই ঘটনার আগে স্মৃতি তার সোশ্যাল মিডিয়া থেকে বিয়ে সংক্রান্ত সব পোস্ট ডিলিট করে দেন। পলাশের মা ও বোন দাবি করছিলেন, বিয়ে হবে।

গত কয়েক সপ্তাহ ধরে একের পর এক গুঞ্জন বাড়তেই থাকে। অবশেষে স্মৃতি নিজের সোশ্যাল পোস্টে জানিয়ে দিলেন, ব্যক্তিগত কারণেই বিয়ে বাতিল করা হয়েছে।
ইনস্টাগ্রাম পোস্টে স্মৃতি বলেছেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে আমার জীবনকে ঘিরে অনেক জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। আমি মনে করি এখন আমার পক্ষে কথা বলা গুরুত্বপূর্ণ। আমি খুব ব্যক্তিগত জীবনযাপন করি এবং সেটি বজায় রাখতে চাই। তবে স্পষ্ট করে জানাতে চাই- বিয়ে বাতিল করা হয়েছে।’

ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় সহযোগিতা চেয়েছেন স্মৃতি, ‘আমি এই বিষয়টি এখানেই শেষ করতে চাই এবং আপনাদের সকলকে একই অনুরোধ জানাচ্ছি। আমি আপনাদের অনুরোধ করছি, দয়া করে এই মুহূর্তে উভয় পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন এবং আমাদের নিজস্ব গতিতে এগিয়ে যাওয়ার সুযোগ দিন। আমি বিশ্বাস করি, আমাদের সকলের এবং আমার একটি উচ্চতর উদ্দেশ্য রয়েছে। সব সময় সর্বোচ্চ স্তরে দেশের প্রতিনিধিত্ব করে আসছি। আমি আশা করি, যতদিন সম্ভব ভারতের হয়ে খেলা চালিয়ে যাব এবং ট্রফি জিততে পারব। তাতেই আমার মনোযোগ থাকবে। আপনাদের সকলের সমর্থনের জন্য ধন্যবাদ। এগিয়ে যাওয়ার সময় এসেছে।’
এফএইচএম/