ক্যাপিটালসের জার্সিতে অভিষেকেই আগুন ঝরালেন মুস্তাফিজ

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) দুর্দান্ত শুরু করেছেন মুস্তাফিজুর রহমান। নিজের প্রথম ম্যাচেই বল হাতে আলো ছড়িয়েছেন এই বাঁহাতি পেসার।
গতকাল শনিবার গালফ জায়ান্টসের বিপক্ষে মাঠে নেমেছিল দুবাই ক্যাপিটালস। এই ম্যাচ দিয়ে দুবাইয়ের জার্সিতে অভিষেক হয় মুস্তাফিজের। নিজের প্রথম ম্যাচে ৪ ওভার বোলিং করে ২৬ রানের বিনিময়ে ২ উইকেট শিকার করেছেন ফিজ।
ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথমবারের মতো আক্রমণে আসেন মুস্তাফিজ। আর নিজের করা প্রথম বলেই দলকে ব্রেকথ্রু এনে দেন তিনি। রহমানুল্লাহ গুরবাজকে ফিরিয়ে দলকে ম্যাচে ফেরান এই পেসার।
দ্বিতীয় স্পেলে বোলিং করতে এসেও উইকেটের দেখা পান ফিজ। ১২তম ওভারে এসে ওভারের প্রথম বলেই পাথুম নিশাঙ্কাকে ফেরান মুস্তাফিজ। এদিন রীতিমতো টর্নেডো বইয়ে দেন নিশাঙ্কা। বিপজ্জনক হয়ে ওঠা এই লঙ্কানকে ফিরিয়ে ক্যাপিটালস শিবিরে কিছুটা হলেও স্বস্তি ফেরান মুস্তাফিজ।
শেষ পর্যন্ত মুস্তফিজ ভালো বোলিং করলেও জিততে পারেনি তার দল। আগে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ১৬০ রান করেছিল দুবাই। জবাবে ১৮ ওভার ৫ বলে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় গালফ।
এইচজেএস