আইসিসি ইভেন্টে রান না পাওয়া নিয়ে যা বললেন তামিম

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ, এরপর ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলেছেন তানজিদ হাসান তামিম। চলতি বছরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও খেলেছেন এই ওপেনার। তবে আশানুরূপ পারফর্মম্যান্স করতে ব্যর্থ হয়েছেন তামিম। অবশ্য এই ওপেনার নিজেও স্বীকার করেছেন সেটি।
আজ সোমবার মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তামিম বলেছেন, 'আইসিসি ইভেন্ট যেটা বললেন যে আমি এর আগেও বলেছি যে আমি সফল নই। আমি আমার সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি আইসিসি ইভেন্টে, তারপরে এশিয়া কাপে আমি সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি।'
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো পারফরম্যান্সের প্রত্যাশা নিয়ে তামিম বলেন, 'এটা আমার কাছে সত্যি অনেক খারাপ লাগে, যেরকম সিরিজগুলোতে আমি শেষ কয়েকটা সিরিজ যেরকম ধারাবাহিক পারফরম্যান্স করছি, তো আমার চেষ্টা থাকবে যাতে এই ধারাবাহিকতাটা যাতে আইসিসি ইভেন্টে ধরে রাখতে পারি।'
বিপিএলের আগে চলমান এই বিশেষ ক্যাম্প কাজে লাগবে, এমনটাই বিশ্বাস তামিমের, 'খুব ভালো যাচ্ছে (ক্যাম্প)। কারণ বিপিএল-এর পরে আমরা ততটা সময় পাব না। এমন স্পেসিফিক ব্যাটিং ক্যাম্প খুব কমই হয়, যেটা খুবই ইতিবাচক। আমরা শেষ কয়েকটি সিরিজে নিজেদের কী অতিরিক্ত দক্ষতার ঘাটতি ছিল এবং সেখান থেকে কী উন্নতি করতে পারি, সেই বিষয়ে কাজ করছি।'
'সামনে বিশ্বকাপ বা কোনো বড় ইভেন্টে আমাদের নিয়ে প্রতিপক্ষ কী গেম প্ল্যান করতে পারে বা কোনো নির্দিষ্ট গ্যাপে বোলার কী পরিকল্পনা করতে পারে, সেই জিনিসগুলো নিয়ে কাজ করা হচ্ছে। কোচেরা খুব স্পেসিফিকভাবে একটি বিষয়ে বারবার ফোকাস করছেন—পাওয়ার প্লেতে কীভাবে খেলা হবে এবং কীভাবে গ্যাপ বের করা হবে।'
এসএইচ/এইচজেএস