আইপিএল নিলামে মুস্তাফিজ-তাসকিনদের কার ভিত্তিমূল্য কত

আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম। এই নিলামে অংশ নিতে ১৩৫৫ জন খেলোয়াড় নিবন্ধন করেছিলেন। তবে আইপিএল কতৃপক্ষ চূড়ান্ত তালিকায় জায়গা দিয়েছে ৩৫০ জন ক্রিকেটারকে। এই তালিকায় আছেন সাত জন বাংলাদেশি ক্রিকেটার।
ক্রিকবাজের এক প্রতিবেদন নিশ্চিত করেছে, বিসিসিআই ফ্র্যাঞ্চাইজিদের কাছে একটি মেইল দিয়ে মিনি অকশনের সময় জানিয়েছে। ওই দিন স্থানীয় সময় বেলা ১টায় (বাংলাদেশ সময় ৩টা) ৩৫০ জন খেলোয়াড়কে নিয়ে নিলাম হবে।
এই সাড়ে তিনশ খেলোয়াড়ের মধ্যে ২৪০ জন ভারতীয়, ১১০ জন বিদেশি। ৭৭ জন খেলোয়াড়ের স্লট ফাঁকা, এর মধ্যে বিদেশি ৩১ জন।
বাংলাদেশ থেকে সংক্ষিপ্ত নিলাম তালিকায় জায়গা পাওয়া ক্রিকেটাররা হলেন মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, রাকিবুল হাসান ও শরিফুল ইসলাম।
আইপিএল নিলামে ৪০ জন ক্রিকেটারের ভিত্তিমূল্য সর্বোচ্চ ২ কোটি রুপি। একমাত্র বাংলাদেশি হিসেবে এই সর্বোচ্চ ক্যাটাগরিতে আছেন মুস্তাফিজ। গত মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন বাঁহাতি এই পেসার।
রিশাদের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি। একই ক্যাটাগরিতে আছেন তাসকিন, নাহিদ, শরিফুল, তানজিম। রাকিবুলের ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি।
এইচজেএস