জিম্বাবুয়ের বিশ্বকাপ দলে সাবেক অলরাউন্ডারের যমজ সন্তান

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য তৃতীয় দল হিসেবে স্কোয়াড ঘোষণা করেছে যৌথ আয়োজক জিম্বাবুয়ে। শিরোনামে এসেছেন মাইকেল ব্লিগনট ও কিয়ান ব্লিগনট। তারা যমজ ভাই, তার চেয়েও বড় খবর- এই দুজনে সাবেক পেস বোলিং অলরাউন্ডার অ্যান্ডি ব্লিগনটের ছেলে।
জিম্বাবুয়ে ও নামিবিয়ায় বসছে যুব বিশ্বকাপের ১৬তম আসর। আফ্রিকান দেশটি ১৫ জনের দল দিয়েছে। ১৭ বছর বয়সী মাইকেল ও কিয়ান দুজনেই ব্যাটিং-বোলিংয়ে পারদর্শী। ‘সি’ গ্রুপে ইংল্যান্ড, পাকিস্তান ও স্কটল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তারা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিবেন।

কিয়ান ও মাইকেলের বাবা অ্যান্ডি ছিলেন হার্ডহিটিং অলরাউন্ডার। জিম্বাবুয়ের হয়ে ৭৪ ম্যাচ খেলেছেন। দক্ষিণ আফ্রিকায় ২০০৩ সালে অনুষ্ঠিত বিশ্বকাপেও খেলেছেন তিনি। এবার তারই পথে হেঁটে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অপেক্ষায় যমজ সন্তান।
এই টুর্নামেন্টে জিম্বাবুয়েকে নেতৃত্ব দিবেন পেসার সিমবারাশে মুদজেঙ্গেরেরে। দলে আছেন ২০২৪ সালের বিশ্বকাপের আসরে খেলা টপ অর্ডার ব্যাটার নাথানিয়েল হাবাঙ্গানা। ১৫ জানুয়ারি স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ শুরু করবে জিম্বাবুয়ে।
এফএইচএম/