অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে ভারত-শ্রীলঙ্কা ও চীনের ক্রিকেটার

আগামী বছরের ১৫ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত জিম্বাবুয়ে ও নামিবিয়ার মাটিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আসর বসবে। যার জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ভারত ও শ্রীলঙ্কার দুজন করে এবং চীন বংশোদ্ভুত একজন ক্রিকেটারকে নিয়ে অজিরা যুব বিশ্বকাপের স্কোয়াড গড়েছে। বয়সভিত্তিক ক্রিকেটের মেগা টুর্নামেন্টটিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের নেতৃত্ব দেবে অলিভার পিক।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও জাপান। জানুয়ারির শুরুর দিকেই নামিবিয়ায় পা রাখবে অস্ট্রেলিয়া যুব ক্রিকেট দল। সেখানে ৯–১৪ জানুয়ারি পর্যন্ত রয়েছে ওয়ার্মআপ ম্যাচ। যুক্তরাষ্ট্র বনাম ভারতের ম্যাচ দিয়ে শুরু হবে অ-১৯ বিশ্বকাপ। ১৬ দলের প্রতিযোগিতায় চার গ্রুপে ৪টি করে দল থাকছে। ২৩ দিনে হবে ৪১ ম্যাচ।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে ডাক পাওয়া দুই ভারতীয় বংশোদ্ভূত হচ্ছেন– আরিয়ান শর্মা ও জন জেমস। এ ছাড়া লঙ্কান ক্রিকেটার নাদেন কুরে, নিতেশ স্যামুয়েল এবং চাইনিজ প্রবাসী অ্যালেক্স লি ইয়ং অজি জার্সি গায়ে জড়ানোর কথা রয়েছে। বিশ্বকাপ স্কোয়াড নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে অস্ট্রেলিয়ান কোচ টিম নিলসেন বলছেন, ‘আইসিসি অ-১৯ বিশ্বকাপের জন্য শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ দল ঘোষণা করতে পেরে আনন্দিত। আমাদের নজর ছিল পরিপূরক দক্ষতাসম্পন্ন এবং সফলতার সুযোগ কাজে লাগাতে পারবে এমন ক্রিকেটারদের প্রতি।’
তিনি আরও বলেন, ‘সেপ্টেম্বরে ভারত সিরিজ এবং সম্প্রতি পার্থে অনুষ্ঠিত জাতীয় যুব চ্যাম্পিয়নশিপে যারা ভালো পারফর্ম করেছে তাদের নিয়ে স্কোয়াড গঠিত হয়েছে। এটি দারুণ রোমাঞ্চকর গ্রুপ, যাদের বড় অংশ ইতোমধ্যে সিনিয়রদের সঙ্গে অনুশীলনের অভিজ্ঞতা রয়েছে। লাইনআপে থাকা বাকিরাও দ্রুত উন্নতি করছে। যুব ক্রিকেটারদের প্রতিভা প্রমাণ এবং বিশ্বসেরা হওয়ার মঞ্চে পরীক্ষা করার ভালো সুযোগ হবে এই টুর্নামেন্ট।’
১৬ জানুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ধরে রাখার মিশনে নামবে। এরপর জাপান ও শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে তারা। চার গ্রুপের প্রতিটি থেকে শীর্ষ তিনটি করে দল পরবর্তী রাউন্ডে যাবে। সুপার সিক্সে ১২ দল (৬টি করে) নিয়ে হবে দুটি গ্রুপ। এরপর সেমিফাইনাল ও ফাইনাল দিয়ে আসর শেষ হবে ৬ ফেব্রুয়ারি।
যুব বিশ্বকাপে অস্ট্রেলিয়ার স্কোয়াড
অলিভার পিক (অধিনায়ক), ক্যাসে বার্টন, নাদেন কুরে, জেইডেন ড্র্যাপার, বেন গর্ডন, স্টিভেন হোগান, থমাস হোগান, জন জেমস, চার্লস ল্যাচমুন্ড, উইল মালাজচুক, নিতেশ স্যামুয়েল, হেইডেন শিলার, আরিয়ান শর্মা, উইলিয়াম টেইলর ও অ্যালেক্স লি ইয়ং
এএইচএস