বিজয়-সৈকতদের বিপিএল খেলতে না দেওয়া নিয়ে যা বললেন মার্শাল

আসন্ন বিপিএলের নিলামে ছিলেন না এনামুল হক বিজয়-মোসাদ্দেক হোসেন সৈকতরা। মূলত বিপিএলে গেল আসরে ফিক্সিং সন্দেহের কারণে বেশ কয়েকজন ক্রিকেটারকে খেলতে দেয়া হচ্ছে না এবারের বিপিএলে। এবার এর কারণ ব্যাখ্যা করলেন অ্যালেক্স মার্শাল।
বিসিবির দুর্নীতি দমন ইউনিটের প্রধান মার্শাল জানিয়েছেন, ক্রিকেটাররা এখনও নিষিদ্ধ নন। তবে তাদের বিপিএল থেকে দূরে রাখার সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, 'নিয়ম অমান্য করলে কিছু প্রমাণ দেখা যায়। যেমন খেলোয়াড়রা সংকেত দেয়। সেই সংকেত যারা বেটিং করছে তারা কাজে লাগায়। যেমন ওভারের দ্বিতীয় বলে ওয়াইড করলে এটা হতে পারে সিগনাল। বা হঠৎ ব্যাট হ্যান্ডেল হলুদ থেকে গোলাপি করে ফেললাম। বিশ্বজুড়ে যেসব সিগনাল ব্যবহৃত হয় আমি তার প্রায় সবই জানি। ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে এবারের বিপিএলে যেন কয়েকজনকে না রাখা হয়।'
অভিযুক্তদের সকলে ক্রিকেটার নন, তা খোলাসা করে মার্শাল বলেন, 'কিছু কিছু দেশে ক্রিকেটে দুর্নীতির জন্য আপনাকে জেলে যেতে হবে। কিছু জায়গায় এটা আবার অপরাধই না। বাংলাদেশের আইন অনুযায়ী তাদের ক্রিমিনাল বলা ঠিক হবে না।'
এখনই তিনি অপরাধী বলতে চান না, 'আপনার প্রশ্ন হলো তারা সব কিছু থেকে নিষিদ্ধ কেন হলো না? দেখুন, ৯০০ পাতার প্রতিবেদনটা মাত্র আমরা পেয়েছি। নিষিদ্ধ করার কিছু প্রক্রিয়া আছে। আপনাকে সবার সাথে কথা বলতে হবে। যদি দোষী হিসেবে পাওয়া যায়, তখন তাদের নিষিদ্ধ করা যেতে পারে। ক্রিকেট থেকে তাদের নিষিদ্ধ করে দেওয়া এটাও বেশ দীর্ঘ প্রক্রিয়া, কয়েক মাস লেগে যায়।'
'আমার কাছে এখন যেসব তথ্য আছে তা দিয়ে আগে তদন্ত শেষ করি। আমি বিপিএল গভর্নিং কাউন্সিলকে এটাই বলেছি যে ওদের এবার বিপিএলে রেখো না। এর বেশি কিছু বলব না, তাদের অধিকার হরণ করতে চাই না। ব্যাপারটা শুধু খেলোয়াড়দের নয়। এমন অনেককে বিপিএলে আসতে বারণ করা হয়েছে যারা ক্রিকেটার না। আমি তাদের নাম বলব না।'
এসএইচ/এইচজেএস