৪৩ বছর বয়সে বড় দায়িত্বে অ্যান্ডারসন

জেমস অ্যান্ডারসনের ক্যারিয়ার শেষপ্রান্তে। এমন সময়ে বড় দায়িত্ব পেলেন ৪৩ বছর বয়সী ইংল্যান্ড গ্রেট। ল্যাঙ্কাশায়ার তাদের পরের কাউন্টি চ্যাম্পিয়নশিপের মিশনে দেশের শীর্ষ টেস্ট বোলারকে পূর্ণকালীন নেতৃত্ব দিয়েছে।
২০২৫ সালে ল্যাঙ্কাশায়ারকে দুইবার অন্তর্বর্তীকালীন নেতৃত্ব দেন অ্যান্ডারসন। কিন্তু চার দিনের অধিনায়ক হিসেবে এবার তাকে স্থায়ী করল কাউন্টি ক্লাব। গত বছর মে মাসে পদত্যাগ করা কিটং জেনিংসের উত্তরসূরি হলেন তিনি।
আগামী বছর ৪৪তম জন্মদিন পালন করতে যাওয়া অ্যান্ডারসন ২০০২ সালে ল্যাঙ্কাশায়ারে যোগ দেন। গত বছর জুলাইয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও বোলিংয়ে ধার কমেনি। গত বছরের চ্যাম্পিয়নশিপ মিশনে ৬ ম্যাচে ২৫.৯৪ গড়ে ১৭টি প্রথম শ্রেণির উইকেট নেন।
অধিনায়কত্ব পেয়ে রোমাঞ্চিত অ্যান্ডারসন লক্ষ্য ঠিক করলেন, ‘গত মৌসুমে প্রথমবার ল্যাঙ্কাশায়ারের অধিনায়কত্ব করা ছিল বিশাল সম্মানের। নতুন মৌসুম সামনে রেখে পূর্ণকালীন দায়িত্ব পেয়ে আমি সম্মানিত। দারুণ একটি দল আমরা পেয়েছি, তারুণ্য ও অভিজ্ঞতার চমৎকার মিশেল। আমরা একসঙ্গে যা অর্জন করতে পারি, সেটা নিয়ে আমি রোমাঞ্চিত, আমাদের এক নম্বর অগ্রাধিকার প্রথম বিভাগে ফিরে যাওয়া।’
ল্যাঙ্কাশায়ার আগামী ৩ এপ্রিল তাদের চ্যাম্পিয়নশিপ শুরু করবে।
এফএইচএম/