নিউজিল্যান্ড আফগানিস্তানকে হারিয়ে দিলে কী করবে ভারত

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

০৬ নভেম্বর ২০২১, ১২:৫০ পিএম


নিউজিল্যান্ড আফগানিস্তানকে হারিয়ে দিলে কী করবে ভারত

বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে হার ভারতের জন্য বড় ধাক্কা হয়েছে। সমীকরণ এতটাই কঠিন হয়ে গেছে, নিজেদের বাকি ম্যাচগুলোতে জিতলেও আর হচ্ছে না তাদের। নিউজিল্যান্ড আফগানিস্তানকে হারিয়ে দিলে বিরাট কোহলিদের ধরতে হবে বাড়ির পথ।

তবে নিজেদের কাজটা ঠিকঠাকই করে যাচ্ছেন তারা। যদি নিউজিল্যান্ডের কোনোভাবে পা হড়কায়! শুক্রবার স্কটল্যান্ডকে ৮৫ রানে অলআউট করে দিয়ে ৬ ওভার ৩ বলেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। তবে যত বড় ব্যবধানেই জিতুক, তাদের তাকিয়ে থাকতে হবে নিউজিল্যান্ডের হারের দিকেই। 

ভারতের মতো দলের সেমিফাইনালে যেতে এত সমীকরণ মেলাতে হওয়ায় অনেকেই সমালোচনা মেতেছেন। তবে এক-দুই ম্যাচ দেখে ভারতকে বিচার করা ঠিক না বলে মনে করেন রবীন্দ্র জাদেজা, ‘দু-তিন বছর ধরেই আমরা খুবই ভালো ক্রিকেট খেলছি, সেটা দেশে হোক বা দেশের বাইরে। তাই বিশ্বকাপের এক–দুটি ম্যাচের ফলাফল দেখে আমাদের বিচার করাটা ঠিক না।’

তিনি আরও বলেন, ‘টি-টোয়েন্টিতে আপনার কয়েকটি ম্যাচ খারাপ যেতেই পারে। বিশেষ করে এমন কন্ডিশনে, যেখানে টস খুবই গুরুত্বপূর্ণ। ফলে আমরা প্রথম দুই ম্যাচে হেরে গেলেও আতঙ্কিত হইনি।’

এরপরই আসে মজার এক প্রশ্ন। এক সাংবাদিক জাদেজার কাছে জানতে চান, ‘যদি নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তান হেরে যায়, তাহলে কী করবেন?’ জবাবে জাদেজা বলেছেন, ‘ব্যাগ গুছিয়ে বাড়ি চলে যাব। আর কী?’

এরপরই অবশ্য মনে করিয়ে দিয়েছেন। নেট রান রেটে এগিয়ে থাকতে জয়টা গুরুত্বপূর্ণ তাদের জন্য, ‘নেট রানরেট বাড়াতে বড় ব্যবধানে জয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল। মাঠে আমরা আমাদের শতভাগ দিয়েছি। এভাবে খেললে কেউ আমাদের হারাতে পারবে না।’

এমএইচ 

Link copied