নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

০৭ নভেম্বর ২০২১, ০৩:৪২ পিএম


নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় গ্রুপে সেমিফাইনালের দৌড়ে আছে আফগানিস্তান, নিউজিল্যান্ড ও ভারত। শেষ চারের আশা নিয়েই নিউজিল্যান্ড আফগানিস্তান মুখোমুখি হয়েছে আজ। এ ম্যাচের ওপর আবার চোখ আছে ভারতেরও। 

এমন এক ম্যাচে টস জিতেছেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। জিতেই নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত। কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনও জানালেন, টস জিতলে তার সিদ্ধান্তও থাকত একই। 

গ্রুপ ২ এর গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে আফগানরা ভালো এক সংবাদই পেয়েছে। স্পিনার মুজিব উর রহমান চোট কাটিয়ে ফিরে এসেছেন দলে। তাকে জায়গা করে দিতে গিয়ে দল থেকে বাদ পড়েছেন শারাফুদ্দিন।

আফগানিস্তান একাদশ
হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ, রহমানুল্লাহ গুরবাজ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), মুজিব উর রহমান, গুলবাদিন নাইব, রশিদ খান, করিম জানাত, নাভিন-উল-হক, হামিদ হাসান।

নিউজিল্যান্ড একাদশ
মার্টিন গাপটিল, ড্যারেল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট।

এনইউ

Link copied