ডিআরইউ ক্রিকেটের তৃতীয় দিনে জয় পেয়েছে যারা

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

১২ নভেম্বর ২০২১, ০৮:৫১ পিএম


ডিআরইউ ক্রিকেটের তৃতীয় দিনে জয় পেয়েছে যারা

ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেটের তৃতীয় দিনে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে আমাদের সময়, অবজারভার, যমুনা টিভি, ডেইলি স্টার, দিনকাল, সময় টিভি, কালের কন্ঠ, রাইজিং বিডি ও যুগান্তর। আজ শুক্রবার পল্টনের আউটার স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হান্নান সরকার। 

আগামীকাল ওয়ালনটন ডিআরইউ মিডিয়া ক্রিকেটের বিরতি। আগামী পরশু দিন গ্রুপ পর্বের দশটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ঢাকা পোস্ট রোববার সকাল সাড়ে নয়টায় দৈনিক নয়া দিগন্তের মোকাবেলা করবে।

প্রথম ম্যাচে সংবাদ প্রতিদিনের বিপক্ষে ওয়াক ওভার পায় আমাদের সময়। দ্বিতীয় ম্যাচে অবজারভার ৫ রানে ইন্ডিপেন্ডেন্ট টিভিকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিজয়ী দলের অতিথি খেলোয়াড় কামাল হোসেন তালুকদার। তৃতীয় ম্যাচে রাইজিং বিডি ১৬ রানে পরাজিত করে বিজনেস পোস্টকে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিজয়ী দলের এস কে রেজা পারভেজ। এই ম্যাচে রাইজিং বিডির ভারপ্রাপ্ত সম্পাদক এমএম কায়সার আহত হন। 

দিনের চতুর্থ খেলায় সময় টিভি ২৫ রানে একাত্তর টিভিকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিজয়ী দলের আহমেদ সালেহীন। পঞ্চম ম্যাচে দিনকাল ৫ উইকেটে খোলা কাগজকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিজয়ী দলের কিরণ শেখ। ষষ্ঠ ম্যাচে যমুনা টিভি ৫ উইকেটে নিউ নেশনকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিজয়ী দলের সাইফুদ্দিন রবিন।

সপ্তম ম্যাচে ডেইলি স্টার নাগরিক টিভিকে ২ রানে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন নাগরিক টিভির আব্দুল্লাহ শাফি। যুগান্তর ৫ উইকেটে ঢাকা প্রকাশকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিজয়ী দলের সাদ্দাম হোসেন ইমরান। শেষ ম্যাচে কালের কন্ঠ ২৯ রানে ডেইলি সানকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিজয়ী দলের জিয়াদুল ইসলাম। 

এজেড/এনইউ

Link copied