তামিমকে ছাড়িয়ে সবচেয়ে বেশি রান এখন মুশফিকের

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম

২৮ নভেম্বর ২০২১, ০৪:১৫ পিএম


তামিমকে ছাড়িয়ে সবচেয়ে বেশি রান এখন মুশফিকের

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক ছিলেন ওপেনার তামিম ইকবাল। পাকিস্তানের বিপক্ষে চলমান চট্টগ্রাম টেস্টে ইনজুরির কারণে খেলতে না থাকা তামিমকে ছাড়িয়ে এই ফরম্যাটের সর্বোচ্চ মালিক হলেন মুশফিকুর রহিম।

সাদা পোশাকে ৬৪ ম্যাচ খেলা তামিম ১২৩ ইনিংসে করেছেন ৪৭৮৮ রান। বন্ধু তামিমকে ছাড়াতে মুশফিক ৭৬ ম্যাচে খেলেন ১৪০ ইনিংস।

তামিমের থেকে ৯২ রান কম নিয়ে চট্টগ্রাম টেস্ট শুরু করেন মুশফিক। সাগরিকার পাড়ে মাঠে নেমে ব্যাট হাতে দাপট দেখান তিনি। দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচের প্রথন ইনিংসে রেকর্ড ভাঙার খুব কাছে গেলেও পারেননি। ৯১ রানে আউট হন মুশফিক।

অপেক্ষা মিটিয়ে ফেললেন আজ (রোববার) দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে। ব্যক্তিগত ২ রান নিয়ে যখন আপরাজিত মুশফিক, তখন তামিমকে টপকে চূড়ায় বসেন। টেস্টে এখন বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।

টিআইএস/এটি

Link copied