এখনো জয়ের সুযোগ দেখছে বাংলাদেশ

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম

২৯ নভেম্বর ২০২১, ০৬:৪৪ পিএম


এখনো জয়ের সুযোগ দেখছে বাংলাদেশ

চট্টগ্রাম টেস্ট পাকিস্তানের দিকে হেলে আছে। ম্যাচের চতুর্থ দিন শেষে চালকের আসনে সফরকারীরা। জয়ের জন্য পঞ্চম ও শেষদিনে তাদের প্রয়োজন মাত্র ৯৩ রান। হাতে আছে ১০ উইকেট। দুই ওপেনার আবিদ আলি ৫৬ আর আব্দুল্লাহ শফিক ৫৩ রানে অপরাজিত আছেন। ম্যাচের এমন পরিস্থিতিতেও জয়ের সুযোগ দেখছেন বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো।

সোমবার ম্যাচের চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, ‘প্রথম সেশনে উইকেট পড়ছে। যেভাবে ছেলেরা লড়াই করছে তাতে আমি গর্বিত। পাকিস্তান ম্যাচে এগিয়ে আছে। তাদের ৯৩ রান প্রয়োজন, আমাদের জিততে হলে বিশেষ কিছু করতে হবে। টেস্ট ক্রিকেটে যেকোনো কিছুই সম্ভব। আমাদের জয়ের সুযোগ আছে এটা বিশ্বাস করেই কাল মাঠে নামতে হবে। প্রথম আধা ঘণ্টায় এক-দুটি উইকেট তুলে নিতে পারলে যেকোনো কিছুই সম্ভব।’

চতুর্থ দিন ৩৩ ওভার বল করেও প্রতিপক্ষের কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশ। ডমিঙ্গো তবু আশা দেখছেন। এই আশার পেছনে আসলে লুকিয়ে আছে একরাশ হতাশা।

বাংলাদেশের প্রোটিয়া কোচের ব্যাখ্যা, ‘প্রথম দুই দিন আমরা সত্যিই ভালো খেলেছি। তৃতীয় দিনের বেশিরভাগ অংশও ভালো ছিল। কিন্তু শেষ সেশনে ভালো করতে পারিনি। এটা আমাদের অনেক চাপে ফেলে দিয়েছে। এমন পারফরম্যান্স হতাশাজনক ছিল। এর আগপর্যন্ত আমরা ভালো ক্রিকেটই খেলেছি। প্রথম ইনিংসে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্কোর দাঁড় করেছি। স্পিনার ও সিমাররা ভালো করে লিড এনে দিয়েছিল। তৃতীয় দিনের শেষ সেশনই আমাদের চাপে ফেলে দিয়েছে।’

টিআইএস/জেএস

Link copied